ভর্তি ফি ও সেমেস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে বসেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অতিরিক্ত ফি বৃদ্ধি করা যাবে না। এই দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষার্থীদের।
নাজিয়া রহমান, সাংবাদিক ঃ ভর্তি ফি ও সেমেস্টার ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনে বসেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। অতিরিক্ত ফি বৃদ্ধি করা যাবে না। এই দাবিতে আন্দোলন অব্যাহত শিক্ষার্থীদের। এত দিন প্রেসিডেন্সিতে স্নাতকে ভর্তির ফি বাবদ নেওয়া হত ৪২০৫ টাকা আর স্নাতকোত্তরে ৪৩০০ টাকা। নতুন ফি বাবদ যা নেওয়ার কথা ভাবা হয়েছে তাতে দুই ক্ষেত্রেই ৭২০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এর সঙ্গে বি এ, বি এসসি, এম এ, এম এসসি— সব ক্ষেত্রেই সেমেস্টার ফি ৩২০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। আগে বি এ-তে ১১০০ টাকা, বি এসসি-তে ১২২৫ টাকা, এম এ-তে ১২৬০ টাকা, এম এসসি-তে ১৩৩৫ টাকা সেমেস্টার ফি বাবদ নেওয়া হত। এই অতিরিক্ত ফি বাড়ানো মানতে নারাজ প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরা। যা নিয়ে লাগাতার আন্দোলন চালাচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এসএফআই এর সদস্যরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি,বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনটনের কারণে এই ফি বৃদ্ধির সিদ্ধান্ত। তাই চলতি শিক্ষাবর্ষে যাঁরা স্নাতক ও স্নাতকোত্তরে প্রেসিডেন্সিতে ভর্তি হবেন, তাঁদের ক্ষেত্রে ফি বৃদ্ধির প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মানতে চাই না পড়ুয়ারা। আর তাই অবস্থানের সিদ্ধান্ত পড়ুয়াদের। আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য, অস্বাভাবিক মাত্রায় ফি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রান্তিক ছাত্রছাত্রীর পক্ষে এই ফি দিয়ে প্রেসিডেন্সিতে পড়া সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট পড়ুয়াদের কথা ভেবে অতিরিক্ত মাত্রায় ফি বাড়ানো যাবে না বলেই মত আন্দোলনরত পড়ুয়াদের। যদিও কর্তৃপক্ষের তরফে ফি বৃদ্ধি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয় বিষয়ক কমিটি আর্থিক দিক থেকে দুর্বল পড়ুয়াদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভেবে দেখেই ভর্তি ও সেমেস্টার বাবদ ফি কতটা বাড়ানো হবে সেনিয়ে সিদ্ধান্ত নেবে। তারপর সেই সিদ্ধান্তের কথা উপাচার্যকে জানানো হবে জানা গেছে।
আরও পড়ুন : প্রয়াত ক্রিকেট জগতের প্রাক্তন তারকা অংশুমান গায়কোয়াড়