ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি এখন অনেকটাই স্তিমিত। দুই দেশই সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে। এই আবহে ভারতের যে সব অসামরিক বিমান বন্দর বন্ধ রাখা হয়েছিলো সেগুলি পুনরায় চালু করার কথা ঘোষণা করা হলো। বিবৃতি জারি করে একথা জানিয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনার বদলা নিতে গত ৭/৮ মধ্য রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে প্রথম আক্রমণ চালায় ভারত। প্রত্যুত্তরে ভারতের মাটিতে হামলা করার চেষ্টা করে পাকিস্তান। সাধারণ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ভারত সরকার উত্তর ও উত্তর পশ্চিম ভারতের একাধিক অসামরিক বিমান বন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রথমে ১০ টি ও পরে আরও ২২ টি বিমানবন্দরের অপারেশন বন্ধ করে দেওয়া হয়েছিলো। ডিজিসিএ(Director General Civil Aviation) এর পক্ষ থেকে জানানো হয়েছিলো ১৫ মে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এই বিমানবন্দরগুলি বন্ধ থাকবে। তবে গত শনিবার দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষিত হওয়ার পর সোমবার সকালেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এইসব বিমানবন্দর এখনই খুলে দেওয়া হচ্ছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ও নিরাপত্তার কথা মাথায় রেখে যে সমস্ত বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিলো সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রীনগর, লেহ, জম্মু, উধমপুর, অমৃতসর, আম্বালা, ভাতিন্ডা, চন্ডিগড়, জয়সলমির, জামনগর, যোধপুর, ভুজ, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, সিমলা, কিষানগড় প্রভৃতি। এয়ারপোর্ট অথরিটি যে বিবৃতি জারি করেছে সেখানে বলা হয়েছে, যে সমস্ত যাত্রী বিমান পরিষেবা পেতে চান তারা যেন নির্দিষ্ট বিমান পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে বা তাদের ওয়েবসাইট ফলো করেন।