Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • আদালতে ধাক্কা সইফ আলি খানের। সম্পত্তি মামলায় সইফের আর্জি খারিজ মধ্যপ্রদেশ হাইকোর্টে।
  • মালদা ধর্ষণকাণ্ডে তৃণমূলনেতা রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ।
  • ভোট পরবর্তী হিংসা মামলায় CBI-এর দায়ের করা মামলায় রাজ্যে প্রথম সাজা ঘোষণা।
  • নন্দীগ্রামের সমবায় নির্বাচনে সব আসনে জয়ী বিজেপি। ১২টি আসনেই জয়ী বিজেপি।
  • নদিয়ার সুধীর রঞ্জন লাহিড়ী কলেজে বন্ধ হলো ইউনিয়ন রুম, ঝুলল তালা।
  • কোচবিহারে তৃণমূল নেতাকে গুলির ঘটনায় বিধায়ক পুত্র-সহ ২।
  • ভারতীয় ক্রিকেট দলকে বাংলাদেশে খেলতে যেতে নিষেধ ভারত সরকারের। বাতিল হওয়ার সম্ভাবনা অগাস্টে ভারত-বাংলাদেশ সিরিজ।
  • পরিকাঠামোগত উন্নয়নের কাজ হবে খড়্গপুর-বালেশ্বর লাইনে। ১০ জুলাই সাঁতরাগাছি থেকে বাতিল একাধিক পুরীগামী ট্রেন। ২২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে ট্রেনগুলি।
  • সোমবার থেকে খুলছে কসবা ল কলেজ। বন্ধ থাকবে ইউনিয়ন রুম। নির্দেশে আলিপুর আদালতের।
  • আশা করিনি তৃণমূল জমানায় নৈরাজ্য দেখতে হবে। দলের বিরুদ্ধে ক্ষুব্ধ সিদ্দিকুল্লা চৌধুরী। ১০ জুলাই আন্দোলনের হুঁশিয়ারি।
  • নদিয়ার আক্রান্ত সরকারি কলেজের অধ্যক্ষ। মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের ভাই ও তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
  • এখনও অধরা তৃণমূল কাউন্সিলর বেবি কোলে। হাইকোর্টের দ্বারস্থ আক্রান্ত বাম নেতা অনিল দাস।
  • গুরুতর অসুস্থ তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
  • তিরুপতি মন্দিরের লাড্ডুতে ভেজাল ঘি মামলায় ৩ অভিযুক্তের জামিন।
  • প্রয়াত দেশভাগের সাক্ষী রাম কৃষাণ সিং। বয়স হয়েছিল ১০২।
  • বিকাশ ভবনে বিক্ষোভকারী চাকরিহারাদের পুলিশের নোটিস। খারিজের আবেদন জানিয়ে মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের।
  • কালীগঞ্জে তামান্নার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১। মোট গ্রেফতার ১০ জন।
  • DA-এর দাবিতে হাইকোর্টে দু’ঘন্টা কর্মবিরতি। হাইকোর্টের কর্মচারী সংগঠনের কর্মবিরতি।
  • মেডিক্যাল কাউন্সিলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন শান্তনুর। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন।
  • ট্রাম্পের সঙ্গে আলোচনার পর ইউক্রেনে আক্রমণ বৃদ্ধি পুতিনের।
  • ইউক্রেনে আক্রমণের ঝাঁজ বাড়াল রাশিয়া। ইউক্রেনে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা।
  • কসবা আবহে বাড়ল পরিচালন সমিতির মেয়াদ। ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ল।
  • দোকান বসানোকে কেন্দ্র করে বসিরহাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।
  • মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বাড়ছে মৃতের সংখ্যা।
  • বৈদ্যবাটিতে যুগল খুনে গ্রেফতার ২। ধৃতদের নাম অর্জুন পাসওয়ান এবং নাসিরুদ্দিন শেখ।
  • মনোজিতদের সঙ্গে নিয়ে কসবার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কলেজের বিভিন্ন অংশের থ্রিডি ম্যাপিং-ও করা হয়।  
  • New Date 2025-7-5
  • New Time 10:43:53 AM
রথ ছেড়ে পথে বিজেপি

17
January 2019

রথ ছেড়ে পথে বিজেপি

কলকাতা: রাজ্যে বিজেপির রথের চাকা আটকে গেলেও দমল না বিজেপির সারথীরা। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ২০১৯ লোকসভা ভোট। বিমুদ্রাকরণ থেকে জিএসটি চালু, একাধিক ইস্যুতে ঘরে বাইরে প্রশ্নের মুখে বিজেপি। এই পরিস্থিতিতেও রাজ্যে নিজেদের সংগঠনকে মজবুত করতে ও বিজেপি বিরোধী রাজনৈতিক শক্তি ও রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গণতন্ত্র বাঁচাও যাত্রার নামে রথ যাত্রার কর্মসূচীর আয়োজন করে। কিন্তু নিরাপত্তা জনিত কারণে রাজ্য সরকারের অনুমতি না মেলায় প্রথমে কলকাতা হাইকোর্টে ও পরে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেও রথযাত্রার অনুমতি আদায় করতে ব্যর্থ হয় পদ্ম শিবির। তাতেও অবশ্য দমে থাকেনি পদ্ম শিবির। এদিন কলকাতায় বিজেপির সদর কার্যালয় থেকে সংবাদিক সম্মেলন করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রথযাত্রা বন্ধ হয়ে গেলেও এর বিকল্প কর্মসূচী হিসাব রাজ্যের পাঁচ জায়গায় জনসভা করার কথা জানান তিনি। আগামী ২০ জানুয়ারি মালদহে শুরু হবে প্রথম জনসভা। ২১ জানুয়ারি সভা হবে সিউড়ি ও ঝাড়গ্রামে এবং পরবর্তী জনসভা হবে ২২ জানুয়ারি কৃষ্ণনগর ও জয়নগরে । বিজেপির প্রতিটি জনসভায় উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তাছাড়া ৮ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে আরও দুটি সভা করতে পারেন। রথযাত্রা থমকে গেলেও রাজ্যে কর্মীদের মন বল অটুট রাখতে কোন সুযোগ ছাড়তে রাজী নয় তারা। এদিকে ১৯ শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি বিরোধী জোটের অ্যাসিড টেস্ট হতে চলেছে ব্রিগেডের ময়দানে। সমাবেশে উপস্থিত থাকছেন কেন্দ্রের বিজেপি বিরোধী শীর্ষ সংগঠনগুলির মুখ্য ব্যক্তিরা। তাই বিজেপি বিরোধী জোটের দমকা হাওয়ার সামনে রথ যাত্রার বিকল্প সমাবেশের এই চেনা হাতিয়ারে বিজেপি কি বাংলার ভোটের ময়দান থেকে ফসল তুলতে পারবে ? লাখ টাকর প্রশ্ন এখন এটাই।

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics