ওয়েব ডেস্ক: গ্রাহক টানতে প্রতি বছরই নানান ধরনের অফার দিয়ে থাকে বিএসএনএল।জিওর দাপটে যেখানে বাকি সব অন্যান্য সংস্থাগুলি দিশেহারা।সেদিক থেকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গ্রাহক পরিষেবায় কোনরুপ খামতি রাখতে চায় না বিএসএনএল। সরকারী অধিকৃত এই সংস্থা বাকি সংস্থার সঙ্গে জোর টক্করও দিচ্ছে।তাই প্রিপেইড মোবাইলের ব্যবহারকারীদের ক্ষেত্রে জিওর মতনই বাম্পার অফার এনেছিল এই সংস্থা।যেখানে নির্দিষ্ট কিছু রিচার্জের মাধ্যমে পাওয়া যেত অতিরিক্ত ২.২ জিবি ডেটা।
এবার সেই অফারের সময়সীমাকে আরও বাড়াল বিএসএনএল। নতুন নিয়মে এই অফার অক্টোবর পর্যন্ত উপভোগ করার সুযোগ পাবেন বিএসএনএল গ্রাহকেরা।এই বাম্পার অফারের সুযোগ পাওয়া যাবে ১৮৬, ২৮৯, ৪৮৫, ৬৬৬ এবং ১৬৯৯ এর রিচার্জে।এছাড়া স্পেশাল ট্যারিফ ভাউচার ১৮৭, ৩৪৯, ৩৯৯, ৪৪৮ এর রিচার্জেও পাওয়া যাবে এই সুবিধা।
এর পাশাপাশি আগে থেকে এর সঙ্গে থাকা বিভিন্ন সুযোগ সুবিধা গুলিও পাবেন গ্রাহকেরা।গত বছরের শেষ দিকে এই অফার চালু করা হয়েছিল।যদিও পরে গ্রাহকদের সুবিধা এবং চাহিদার কথা মাথায় রেখে তা বাড়ানো হয়েছে ২ বার।