Date : 2024-04-30

এবার বেসরকারি হাতে লক্ষৌ থেকে দিল্লিগামী তেজস এক্সপ্রেস…

ওয়েব ডেস্ক: ভারতের প্রথম ট্রেন বেসরকারি ট্রেন শুরু হতে চলেছে বলে শোনা গেছে।

লক্ষৌ থেকে দিল্লিগামী তেজস এক্সপ্রেসের ভার থাকবে এবার বেসরকারি হাতে।

এর আগেও অনেকবার রেল মন্ত্রী পীযুষ গোয়েল ভেবেছেন ভারতীয় রেলের বেসরকারীকরণের কথা। কিন্তু তা হয়ে ওঠেনি।

তাই এবার কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হয়েছে রেল নিয়ে পিপিডি মডেল। এই তেজস এক্সপ্রেস একটি অন্য রুটের কথাও ভাবছে বলে সূত্রের খবরে জানা গিয়েছে।

আরও পড়ুন : দেখুন তো এই অভিনেতাকে চিনতে পারছেন কিনা?

তবে এখনই এই বিষয়ে কিছু জানাননি রেলমন্ত্রী নিজে।

বেসরকারি হাতে তুলে দেওয়ার আগে ১০০ দিনের একটি কাজ করা হবে বলে জানা গেছে। আপাতত ৫০০ কিলোমিটার চলে এমন একটি ট্রেনকেই বেছে নেওয়া হবে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য।