Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সোমবার লন্ডন থেকে ঢাকায় ফিরছেন খালেদা জিয়া। ৮ জানুয়ারি চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন।
  • ওড়িশায় বাংলার শ্রমিকদের উপর হামলার প্রতিবাদ। শাহকে চিঠি ইউসুফ পাঠানের। চার দফা দাবি বহরমপুর-সাংসদের।
  • কলকাতায় রুফটপ রেস্তরাঁ বন্ধের নির্দেশ পুরসভার। নির্দেশ মেয়র ফিরহাদ হাকিমের।
  • পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের চ্যানেল ব্যান হল ভারতে। পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল আগেই ব্যান করেছিল ভারত।
  • ৫ মে দু’দিনের মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরেও যাবেন তিনি।
  • সেক্টর ফাইভের রাসায়নিক কারখানার আগুন নিয়ন্ত্রণে। দমকলের ৫টি ইঞ্জিনের দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শনে যান দমকল মন্ত্রী সুজিত বসু।
  • বড়বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও ১। এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন হোটেল মালিক আকাশ চাওলা এবং ম‍্যানেজার গৌরব কপূর।
  • আগামীকাল কী হবে আমরা জানি না। ভারত-পাকিস্তান দুই দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হামলাকারী ও এর পিছনে যারা, তাদের ধরা উচিত। মন্তব্য ফারুক আব্দুল্লার।
  • ভারত-পাকিস্তান সীমান্তে বাড়ছে উত্তেজনা। টানা ৮দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি পাকসেনার। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, আখনুরে গুলিবর্ষণ। পাল্টা জবাব ভারতীয় সেনার।
  • মাধ্যমিকে জেলার জয়জয়কার। সেরা দশে কলকাতার মাত্র একজন। অষ্টম স্থানে কলকাতার অবন্তিকা রায়। প্রাপ্ত নম্বর ৬৮৮। অবন্তিকা সহ অষ্টম স্থানে মোট ১৬ জন।
  • ফের নজরকাড়া ফল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম দশে তিনজন। পঞ্চম স্থানে মহম্মদ আসিফ ও সোম তীর্থ করণ। দুজনের প্রাপ্ত নম্বর ৬৯১। অষ্টম পুষ্পক রত্নম।
  • মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর। এক্সে তিনি লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে আমার আন্তরিক অভিনন্দন। আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি।’
  • মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম বাঁকুড়ার ঈশানী চক্রবর্তী। মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঈশানী। ঈশানীর প্রাপ্ত নম্বর ৬৯৪।
  • মাধ্যমিকে প্রথম দশে ৬৬ জন পড়ুয়া। প্রথম রায়গঞ্জ করোনেশন স্কুলের আদৃত সরকার। আদৃতের প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় স্থানে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্কুলের অনুভব বিশ্বাস। অনুভবের প্রাপ্ত নম্বর ৬৯৪। দ্বিতীয় স্থানে বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পালও।
  • মাধ্যমিকে পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৮৬.৩১ শতাংশ।
  • পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং। পাশের হার ৯৬.০৯ শতাংশ। তৃতীয় স্থানে কলকাতা। পাশের হার ৯২.৩০ শতাংশ। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। পাশের হার ৯০.৫২ শতাংশ।
  • এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন পরীক্ষার্থী বেশি।
  • প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফলপ্রকাশ। ।
  • New Date 2025-5-3
  • New Time 05:59:44 AM
রেডমির নতুন K20 এবং K20 pro, দেখে নিন ফিচার্স

12
July 2019

রেডমির নতুন K20 এবং K20 pro, দেখে নিন ফিচার্স

ওয়েব ডেস্ক : বাজার জুড়ে তো হরেক রকম ফোনের রমরমা। এক একটির ক্ষেত্রে বৈশিষ্ট্য একএক রকম। প্রতিযোগীতার বাজারে গ্রাহকের মন টানতে বরাবরই আগে রয়েছে জিয়াওমি।এবার তারা  ভারতের বাজারে আগামী ১৭ জুলাই লঞ্চ করছে নতুন ফ্ল্যাগশিপ মডেল k20। এর পাশাপাশি k20 pro নামের আরও একটি ফোন রিলিজ করা হবে কতৃপক্ষের তরফে। কোম্পানির পক্ষ থেকে ভারতীয় ব্যাবসা বিভাগের প্রধান মনু জৈন টুইট করে জানিয়েছেন এই খবর।

একনজরে দেখে নেওয়া যাক এর বিশেষ কিছু বৈশিষ্ট্য। দুটি ফোনেই রয়েছে ৬.৩৯ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেল স্ক্রীন, ১৯.৫.৯ এর অ্যসপেক্ট রেশিয়ো এবং ৯১.৯ শতাংশ স্ক্রীন টু বডি রেশিয়ো। k20 pro এর ক্ষেত্রে রয়েছে স্ন্যাপড্রাগনের ৮৫৫ প্রসেসর, অ্যাডরেনো ৬৪০ জিপিইউ ।অপরদিকে k20 তে রয়েছে স্ন্যাপ ড্রাগনের ৭৫৫ চিপসেট।

k20 pro এর ক্ষেত্রে পেছনে রয়েছে ৩ টি ক্যামেরা।যার একটি ৪৮ মেগাপিক্সেল, বাকি ২ টি হল ১৩ এবং ৮ মেগাপিক্সেলের। সামনের দিকে রয়েছে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

১০ বছর সময় দেওয়া হয়েছিল বাঁচার জন্য, জানালেন সুপার ৩০ র আসল নায়ক

https://www.facebook.com/newsrplus/videos/321303775420370/

এছাড়া ওয়াইফাই জিপিএস, টাইপ সি চার্জার, ব্লুটুথ, জিপিএস, এনএফসি, ৩.৫ এমএম জ্যাক এবং ৪০০০ এমএইচের ব্যটরি রয়েছে এই ফোনে।অনলাইনে ফ্লিপর্কাটে ১৭ তারিখ থেকে মিলবে এই ফোন।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election