কলকাতা: দিন দশেক আগে পার্ক স্ট্রীট মেট্রো স্টেশনের সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ভুলতে পারেননি শহরবাসী। সজল কাঞ্জবিলাল নামে ষাটোর্ধ্বো ব্যক্তির মেট্রোর অটোমেটিক দরজায় হাত আটকে মৃত্যু হয়। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে মেট্রোযাত্রীদের নিরাপত্তা নিয়ে। অত্যাধুনিক মেধা রেকের সেন্সর কেন কাজ করল না তা নিয়ে ইতিমধ্যে উঠতে শুরু করেছে প্রশ্ন।
তদন্তে নেমেছেন আধিকারিকরা। কমিশনার অফ মেট্রো রেলওয়ে সেফটি জনক কুমার গর্গের নেতৃত্বে তদন্তের রিপোর্ট পেশ করেছে তদন্তকারী দল। প্রাথমিক তদন্তের পরেই চালকের দরজার সামনে আয়না লাগানোর কথা বলেন জনক কুমার গর্গ।
আরও পড়ুন: ফের যাত্রীর হাত আটকালো মেট্রোর দরজায়, আতঙ্ক নেতাজী ভবনে
এর ফলে চালক ট্রেন ছাড়ার সময় দরজার দিকে ভালো ভাবেই লক্ষ্য রাখতে পারবে। পার্ক স্ট্রীট মেট্রো স্টেশন এই আয়না প্রথম বসল, পরবর্তীতে অন্য স্টেশনগুলিতেও বসবে। এর ফলে হাত দরজায় আটকে যাওয়ার মতো বিপদ এড়ানো যাবে বলেই মনে করছে আধিকারিকরা।