Date : 2024-04-30

ইউটিউবে খুঁজতে খুঁজতে বাস্তবেই পেয়ে গেলেন হিরের খোঁজ

ওয়েব ডেস্ক : হিরে কিভাবে খুঁজতে হয় তার চেষ্টায় করে যাচ্ছিলেন বছর ২৭ এর মিরাণ্ডা হলিংশেড।ইউটিউবে সেই তথ্য ঘাটতে ঘাটতে হঠাৎ পেয়েও গেলেন হিরের একখানি টুকরো।আরকানসাসে একটি পার্কে রয়েছে হিরে খোঁজার ব্যবস্থা।পার্কের ৩৭.৫ একর জাযগা জুড়ে দেওয়া হয়েছে হিরে খোঁজার অনুমতি।সেই উদ্দেশ্যেই বছর ২৭ ওই মহিলা এসেছিলেন হিরের সন্ধানে।তবে হিরে কিভাবে খুঁজবেন তা নিয়ে আগাম কোন প্রশিক্ষন না থাকায় ইউটিউব খুলে বসেন মিরাণ্ডা।

আরও পড়ুন: ট্রেনে প্লাস্টিকের ব্যবহার ব্যান করল রেল কর্তৃপক্ষ

তারপরেই ঠিক যেন মিরাকেল ঘটে যায় তার জীবনে।পাশে বসিয়ে রাখা ছেলের ওপর নজর ফিরিয়ে ফের ভিডিও দেখা শুরু করতেই তার পাশে পড়ে থাকা একটুকরো পাথরে নজর পড়ে।সেটিকে পেতেই তড়িঘড়ি মায়ের কাছে ছুটে যান ওই মহিলা। বাদামী বর্ণের অনেকটা পেন্সিলের রবারের আকারের হিরের টুকরো পেয়ে যান ওই মহিলা।

তবে এই পার্কে হিরে পাওয়ার ঘটনা প্রথম নয়, এর আগে ৩.৭২ ক্যারাটের হিরে ২০১৭ সালে পাওয়া গিয়েছিল এই পার্কে। এছাড়া ৭.৪৪ ক্যারাট, ৩.৮৫ ক্যারাট এবং ২.১২ ক্যারাটের হিরেও পাওয়া গিয়েছিল এই পার্ক থেকেই। আচমকাই এভাবে হিরে পেয়ে খুশি মিরাণ্ডাও।