Date : 2024-04-29

অতিরিক্ত চার্জ নিয়ে মাথাব্যাথার প্রয়োজন নেই গ্রাহকদের, জানাল ভোডাফোনের

ওয়েব ডেস্ক : সম্প্রতি রিলায়েন্স জিওর অতিরিক্ত চার্জ নিয়ে বিবৃতি প্রকাশ করল ভোডাফোন সংস্থা।সংস্থার তরফ থেকে জানানো হয়েছে নিজের নেটওয়ার্ক হোক বা অন্য নেটওয়ার্ক। কল করার ক্ষেত্রে জিওর মতন অতিরিক্ত চার্জ কাটবে না ভোডাফোন।তাদের যে সমস্ত প্রিপেইড বা পোস্ট পেইড প্ল্যান রয়েছে তা অন্য নেটওয়ার্কে কল করার ক্ষেত্রে কোন সমস্যা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন তারা।জিওর তরফে ঘোষণা করা হয়েছে জিও ছাড়া অন্যান্য নেটওয়ার্কে কল করার ক্ষেত্রে ৬ পয়সা করে চার্জ কাটবে জিও।

আরও পড়ুন : দশমীতে ভারতের হাতে রাফাল, “শস্ত্র পুজো” পুজোর মাধ্যমে উদ্বোধন রাজনাথের

এখন শুধুমাত্র সিম চালু রাখার ক্ষেত্রে প্রতি মাসে ২৪ টাকার রিচার্জ করতে হয় গ্রাহককে।ভোডাফোন এখন সর্বনিম্ন ১১৯ টাকার রিচার্জ অপশন রয়েছে যার ভ্যালিডিটি ২৮ দিন ১ জিবি ডেটার সাথে।তবে জিওর আইইউসি চার্জের ক্ষেত্রে চালু হবে টপ আপ চার্জ। যা ১০ থেকে শুরু করে ১০০ টাকা অবধি।