Date : 2024-05-01

অনুমোদন মিলেছে ছাত্র সংসদ নির্বাচনের, যাদবপুরে কবে?….

কলকাতা: রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচনের ছাড়পত্র মিলতেই ভোটের নির্ঘন্ট জারি করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও ভোটের দিনক্ষণ স্থির করা হল। সম্ভবত, ২০২০-র জানুয়ারি মাসে হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভোট। আপাতত প্রেসিডেন্সি, যদবপুর, রবীন্দ্রভারতী ও ডায়মন্ডহারবার মহিলা কলেজে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি মিলেছে। সেই মত আগামী ১৪ নভেম্বর হতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভোট।

বাবুলকাণ্ডের পর ফের যাদবপুরে রাজ্যপাল, বিশ্ববিদ্যালয়ের কোর্ট মিটিং-এ যোগ

বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে পুরনো আইনের ভিত্তিতেই হবে ছাত্রভোট। ভোটের দিনই প্রকাশ করা হবে ফল। পরদিন ১৫ নভেম্বর প্রেসিডেন্সিতে গঠিত হবে ছাত্র সংসদ। তবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ প্রকাশ করলেও বাকি ২ বিশ্ববিদ্যালয় ও ডায়মণ্ড হারবার মহিলা কলেজের তরফে এখনও প্রকাশ করা হয়নি ছাত্র সংসদ নির্বাচনের দিন। তবে সূত্র মারফত জানা গিয়েছে, আগামী জানুয়ারিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে। ছাত্র ভোটকে কেন্দ্র করে নভেম্বরেই অ্যাডভাইসারি কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। ভোট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে। নভেম্বর ও ডিসেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকার কারণেই জানুয়ারিতে ছাত্র সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই ভাবে প্রেসিডেন্সির মতো এখানেও পুরনো নিয়মেই হবে ছাত্র সংসদ গঠন।