Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভারত সফরে আসবেন ইরানের বিদেশমন্ত্রী। পহেলগাঁও আবহে ভারত সফর পিঁছিয়ে যায় আব্বাস আরাঘচির। 
  • পাকিস্তান সফরে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দেন তিনি।
  • মুর্শিদাবাদ পৌঁছালেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘মুর্শিদাবাদে আমি আগেই যেতে পারতাম। কিন্তু আমি চাইছিলাম পরিস্থিতি শান্ত হোক।’ মঙ্গলবার সুতি, ধুলিয়ান যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ডিফেন্স সেক্রেটারির সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। পহেলগাম আবহে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
  • নরেন্দ্র মোদীকে ফোন করে পহেলগাম ঘটনার নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার বার্তা রাশিয়ার।
  • পাকিস্তানের আকাশসীমা ব্যবহার না করার সিদ্ধান্ত এয়ার ফ্রান্স, লুফথানসার মতো বিমানসংস্থাগুলির। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ার কারণে এই সিদ্ধান্ত। জানানো হয়েছে এয়ার ফ্রান্সের তরফে।
  • আবারও গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস। আইনজীবী হত্যা মামলায় গ্রেফতারির নির্দেশ চট্টগ্রাম আদালতের। শোন অ্যারেস্টের নির্দেশ বিচারপতির।
  • বাগনান জয়পুরে বাইক দুর্ঘটনা। মৃত ৩। নিহতদের মধ্যে দু’জন এ বছর মাধ্যমিক উত্তীর্ণ।
  • জম্মু কাশ্মীরের পুঞ্চে উদ্ধার বিপুল পরিমাণ IED। স্টিলের টিফিন বক্সে রাখা ছিল বিস্ফোরক গুলি।
  • New Date 2025-5-6
  • New Time 06:21:41 AM
আঙুলের মিহিন সেলাই, ভুল বানানেও লিখো প্রিয়… একটা চিঠি দিও

8
February 2019

আঙুলের মিহিন সেলাই, ভুল বানানেও লিখো প্রিয়… একটা চিঠি দিও

ওয়েব ডেস্ক: রবীন্দ্রনাথ তাঁর বালিকা বন্ধু রানুকে লিখেছিলেন, “মনে করছিলুম কাল তোমার চিঠি পাব। কালই পাওয়া উচিত ছিল। পোষ্ট অফিসে কালই নিশ্চয় এসেছিল, কিন্তু পোষ্টমাষ্টারের অসুখ করচে বলে পশ্চিমের ডাক কাল আমাদের দেয়নি, আজ সকালে দিয়ে গেছে….।”
এমন অপেক্ষা আজ আর করতে হয় না। হোয়াটস্যাপের সাদা টিক নীল হতে যতক্ষন। বাড়ির লেটারবক্সে এখন আর চিঠি আসে না। মাঝে মধ্যে জমা হয় ইলেক্ট্রিক বিল,ফোনের বিল বা ক্রেডিট কার্ডের বিল। চিঠি লেখার অভ্যেসটাই যে হারিয়ে গেছে বুঝতে পেরে ২০১৩ সালে বন্ধ করে দেওয়া হয় ১৬৩ বছরের প্রাচীন টেলিগ্রাম পরিষেবা। লাল রঙের, গোল মাথাওয়ালা ছোট থামের মতো সেই ডাক বাক্সটা শহরের অলি-গলি থেকে এক্কেবারে ভ্যানিশ হয়ে গেছে।

কিন্তু জানেন কি? এই ডাক বাক্স দেখতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন সমুদ্রের গভীরে। এমনই এক ডাক বাক্সের হদিশ মিলেছে জাপানের সুসামি শহরে। ‘ডিপ সি ডাইভিং’-এর টানেই প্রতি বছর কয়েকশো পর্যটক ছুটে আসেন এখানে। জাপানের এই শহর মূলত মৎস্যজীবীদের দখলে। প্রায় পাঁচ হাজার মৎস্যজীবী এখানে বসবাস করেন। ১৯৯৯ সালের এপ্রিলে এখানে ‘কুমানোকোদো’ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পর্যটন প্রসারের উদ্যোগ নেওয়া হয়। তখনই গড়ে তোলা হয় এই পরিকাঠামো। সমুদ্র সৈকত থেকে ১০ মিটার দূরে এবং ৩২ ফুট গভীরে বসানো হয় ডাক বাক্সটি। ১৯৯৯ থেকে এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার চিঠি পড়েছে এই ডাক বাক্সে।

কিন্তু জলের তলায় চিঠিগুলো থাকে কিভাবে? এমনটাই ভাবছেন তো? এর জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। স্থানীয় দোকানেই পাওয়া যায় বিশেষ ওয়াটারপ্রুফ কাগজ, খাম আর বিশেষ মার্কার পেন। এক সপ্তাহের মধ্যেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয় চিঠিগুলিকে। ২০০২ সালে ‘ডিপেস্ট আন্ডার ওয়াটার পোস্টবক্স’ হিসেবে গিনেস রেকর্ডের বইয়ে স্থান পায় সুসামির এই ডাক বাক্সটি। তবে সুসামির এই ডাক বাক্সটিই বিশ্বের একমাত্র ‘আন্ডার ওয়াটার পোস্টবক্স’ এমন ভাববেন না। প্রশান্ত মহাসাগরের ভানুয়াতো দ্বীপরাষ্ট্রে পর্যটক টানতে প্রথম শুরু হয়েছিল এই আন্ডারওয়াটার পোস্ট বক্স। তারই অনুকরণে জাপানের সুসামিতে তৈরি হয় এই ‘আন্ডার ওয়াটার পোস্টবক্স’।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election