Date : 2024-04-30

ইন্ডিগোর বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে মানহানি মামলা কুণালের

ওয়েব ডেস্ক : বিমানে সাংবাদিককে হেনস্থার অভিযোগে কমেডিয়ান কুণাল কামরাকে ৬ মাস নো ফ্লাই লিস্টে রেখেছে ইন্ডিগো।পাশাপাশি বেশ কয়েকটি সংস্থাও কুণালের ওপর অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞাও চাপিয়ে দেয়।এবার ইন্ডিগোর সেই নিষেধাজ্ঞাকে চ্যালেজ্ঞ করে মানহানির মামলা ঠুকলেন কুণাল।ক্ষমা চাওয়ার পাশাপাশি তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং এর পাশাপাশি ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন কুণাল।

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘দৈত্য মশা’! নয়া রোগের আশঙ্কা

বেশ কিছুদিন আগেই মুম্বই থেকে লক্ষ্ণৌ যাওয়ার বিমানে অর্ণব গোস্বামীর সঙ্গে অভব্য আচরন করেন বলে অভিযোগ।এই ঘটনার ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই এধরনের আচরনের জন্য শাস্তির কথা টুইটারেই ঘোষণা করে টুইট করেন অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী।বিমানমন্ত্রীর এই টুইটের পরই বিমানে অভব্যতার দায়ে তাই তড়িঘড়ি তার ওপর ৬ মাস নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেয় ইন্ডিগো কতৃপক্ষ।ইন্ডিগোর দেখাদেখি একই পথ অনুসরন করে এযার ইন্ডিয়া সহ বেশ কিছু বিমান সংস্থা।তবে হঠাৎই কোন নিয়নীতির তোয়াক্কা না করেই কুণাল কামরাকে বিমানে আগামী ৬ মাস ব্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অনেকেই।এবার সেই নিষেধাজ্ঞাকে চ্যালেজ্ঞ করেই মানহানির সিদ্ধান্ত কুণালের।