Date : 2024-05-01

করোনা প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা

ওয়েব ডেস্ক : নোভেল করোনা ভাইরাস কতটা ভয়ঙ্কর তা গোটা বিশ্বই জেনে গিয়েছে। চিন, আমেরিকা, ইতালি, ইরান, ফ্রান্স, স্পেন, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান-সহ ৬টি মহাদেশের ১২০টির বেশি দেশের দেড় লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণ গিয়েছে প্রায় ৮ হাজার মানুষের। করোনা প্রতিরোধে জন সচেতনতাই যে প্রধান হাতিয়ার তা বারবার বলছেন বিশেষজ্ঞরা।

নোভেল করোনায় বিশ্বজুড়ে অভূতপূর্ব পরিস্থিতি, মৃত ৭৯৮৮, মার্কিন মুলুকে মৃত কমপক্ষে ১১০ জন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু- বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা অনুযায়ী অ্যালকোহল রয়েছে এমন জল দিয়ে দিনে বেশ কয়েক বার হাত ধুয়ে নিতে হবে। হাঁচিকাশি হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে মুখ ঢাকতে হবে। যে কোনও ধরনের জমায়েত বা ভিড় এড়িয়ে চলতে হবে।

দক্ষিণেশ্বর মন্দির বন্ধ নয়, নিয়ন্ত্রিত হচ্ছে ভক্তদের ভিড়

সর্দিকাশি হয়েছে এমন লোকজনকে এড়িয়ে চলতে হবে। যে কারোর সামনে গেলে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। চোখ-নাক-মুখ দিয়ে ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে। তাই সাবান দিয়ে হাত না ধুয়ে কখনই মুখে হাত দেবেন না।