Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • সাঁইথিয়ায় বিস্ফোরণ। উড়ল মাটির বাড়ির দেওয়াল। তদন্তে পুলিশ। 
  • পাকিস্তানি ইউ টিউব চ্যানেল ভারতে বন্ধ করার সিদ্ধান্ত। পহেলগাঁও হামলার পর এই সিদ্ধান্ত।
  • আজ প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রী বৈঠক। সকাল ১১টায় বৈঠকের সম্ভাবনা। প্রত্যাঘাতের নানান দিক নিয়ে আলোচনার সম্ভাবনা।
  • নিয়ন্ত্রণ রেখায় ফের গুলি পাক সেনার। কুপওয়ারা এবং পুঞ্চ এলাকায় গুলি চলে।
  • ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আদালত অবমাননার মামলা। আজ এই মামলা শুনানি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে।
  • আজ প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হাইকোর্টে। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি। প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 
  • সোমবার পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী। পাঠানকোটে বিএসএফ-এর দফতরে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন।
  • দিঘাগামী দুটি স্পেশাল ট্রেন বাতিল করল রেল। ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত বিশেষ ট্রেন চলার কথা ছিল। হাওড়া-দিঘা ও পাঁশকুড়া-দিঘা রুটে এই ট্রেন চলার কথা ছিল।
  • সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরের জেলাতেও ঝড় ও হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।    
  • New Date 2025-4-28
  • New Time 05:40:05 AM
টুইটারের সিইও পরাগ

30
November 2021

টুইটারের সিইও পরাগ

পৌষালী সেনগুপ্ত, নিউজ ডেস্ক : টুইটারের সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন জ্যাক ডোরসে। আর তাঁর ছেড়ে যাওয়া পদে এবার বসলেন পরাগ আগরওয়াল। তিনিই হচ্ছেন টুইটারের নতুন সিইও। পরাগ আগরওয়াল এতদিন টুইটারে সিটিও পদে নিযুক্ত ছিলেন। মুম্বইয়ের পরাগ আগরওয়াল আইআইটি প্রাক্তনী। জ্যাক ডোরসের ইস্তফার পর সিটিও থেকে পরাগ আগরওয়ালের পদোন্নতি হয়ে সিইও হচ্ছেন তিনি।টুইটারের সকল কর্মীর কাছে পাঠানো একটি ইমেলে, জ্যাক ডরসি লিখেছেন, “আমাদের কোম্পানিতে সহ-প্রতিষ্ঠাতা থেকে সিইও থেকে চেয়ার থেকে এক্সিকিউটিভ চেয়ার থেকে অন্তর্বর্তী সিইও থেকে সিইওআই… প্রায় ১৬ বছর সংস্থার বিভিন্ন ভূমিকায় কাটানোর পর সিদ্ধান্ত নিয়েছি যে অবশেষে আমার বিদায় নেওয়ার সময় এসেছে। ” এরপর তিনি কেন চলে যাচ্ছেন তারও তিনটি কারণ উল্লেখ করেন।টুইটারের সিইও হিসাবে পরাগের উপর আমার আস্থা গভীর।

গত ১০ বছরে তাঁর কাজে ক্রমাগত পরিবর্তন হয়েছে। আমি গভীরভাবে তাঁর দক্ষতা, হৃদয় এবং আত্মার জন্য কৃতজ্ঞ। এবার তাঁর নেতৃত্ব দেওয়ার সময়।” “পরাগ প্রতিটি সমালোচনামূলক সিদ্ধান্তের পিছনে ছিলেন। যা এই কোম্পানিকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। তিনি কৌতূহলী, অনুসন্ধানী, যুক্তিবাদী, সৃজনশীল, দাবিদার, স্ব-সচেতন এবং নম্র। তিনি হৃদয়ের অন্তস্থল থেকে নেতৃত্ব দেন এবং এমন একজন যার থেকে আমি প্রতিদিন শিখি। আমাদের সিইও হিসাবে তার উপর আমার গভীর বিশ্বাস রয়েছে।”পরাগ আগরওয়াল টুইটারের সিইও হওয়ার সঙ্গে সঙ্গে, আরও একজন ভারতীয় ইঞ্জিনিয়ার এখন বিশ্বের প্রথম সারির প্রযুক্তি সংস্থার নেতৃত্বের ভূমিকায় রয়েছেন। এটি অ্যান্ড টি, ইয়াহু এবং মাইক্রোসফ্টে বেশ কিছুটা সময় কাজ করার পর পরাগ আগরওয়াল ২০১১ সালে টুইটারে যোগ দেন। ২০১৮ সালে, তিনি টুইটারের সিটিও পদে বসেন। একজন ইঞ্জিনিয়ার হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বিজ্ঞাপন নেটওয়ার্কে তাঁর দক্ষতা এবং বুদ্ধিমত্তা… উভয়ই টুইটারের মতো কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Gautam Barat : বুম্বাদা Prosenjit Chatterjee বলেছিলেন আমাকে নিয়ে Story করতে । Tollywood Story

THE NEWSROOM PLUS : ” আমার খুন করতে ভালো লাগে ” – সৌরভ দাস । SOURAV DAS EXCLUSIVE । RPLUS NEWS

Tanmoy bhattacharya Exclusive:রাজনীতি শেখা উচিত কার থেকে ?।The Newsroom Plus।Baranagar By Election