ওয়েব ডেস্ক: ইসলামাবাদ ছেড়ে লাহৌরের পথে অভিনন্দন। সড়কপথে আনা হচ্ছে অভিনন্দন বর্তমানকে। ওয়াঘা সীমান্তজুড়ে কড়া নিরাপত্তা। অমৃতসর হয়ে দিল্লিতে আনা হতে পারে অভিনন্দন বর্তমানকে। সূত্রের খবর, ওয়াঘায় আসতে পারেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই চাপের মুখে নতি স্বীকার করে পাকিস্তান। মিগ ২১ বাইসন যুদ্ধবিমানের চালক অভিনন্দন বর্তমানকে অবশেষে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সংসদে একথা খোদ জানান ইমরান খান। অভিনন্দনকে হেফাজতে নেওয়ার পরই আন্তর্জাতিক স্তরে গভীর চাপের মুখে পড়ে পাকিস্তান। এরপরই শান্তি স্থাপনের বার্তা দিয়ে অভিনন্দনকে ছাড়ার সিদ্ধান্ত নেয় ইমরান সরকার। দেশজুড়ে সাধারন মানুষ অভিনন্দনের অপেক্ষায়।