চতুর্থ দফার ভোটে শেষ পর্যন্ত বাংলার ভোটে ফিরলো বুথ জ্যাম, প্রক্সি ভোটের অভিযোগ। বহরমপুরের একাধিক বুথ শাসকদল তৃণমূল দখল করে নিয়েছে বলে সিইও দফতরে এসে অভিযোগ জানালেন কংগ্রেস নেতা প্রীতম ঘোষ।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- প্রথম তিন দফায় একটাও বুথ জ্যাম, ছাপ্পা, রিগিং বা প্রক্সি ভোটের অভিযোগ ওঠেনি দশটি কেন্দ্রের কোনও বুথ থেকে। কিন্তু চতুর্থ দফায় এসে বাংলার ভোটে সেই পুরানো শব্দবন্ধগুলো ফিরে এলো। ফিরলো কংগ্রেসের হাত ধরে।
সোমবার বেলা বারোটা নাগাদ প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধিদল সিইও দফতরে এসে নিজেদের অভিযোগ জানিয়ে জান। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ এদিন অভিযোগ করেন বহরমপুর লোকসভার অন্তর্গত তিন তিনটি থানা এলাকায় ব্যাপক ছাপ্পা রিগিং করছে তৃণমূল কংগ্রেস। ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। প্রীতম ঘোষ জানান, সালার থানার অন্তর্গত ১০৭, ১০৮, ১১৯, ১৩৭,১৬৪-১৬৯ সহ মোট প্রায় ২৪ টি বুথের বাইরে ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে। সালার ছাড়াও দৌলতাবাদ থানা এলাকা ও বড়ঞাঁ থানা এলাকাতেও শাসকদলের দুষ্কৃতীরা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা দিচ্ছে। কংগ্রেসের অভিযোগ বড়ঞাঁ বিধানসভার অন্তর্গত ২৪৮,২৪৯ ও ২৫০ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার শাসক দলের হয়ে কাজ করছে। এই তিনটি থানার আইসিকে এখনই সরানোর দাবি জানায় কংগ্রেস প্রতিনিধি দল। কংগ্রেসের সব অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন : নির্বাচনের চতুর্থ দফা: নজরে যে সব হেভিওয়েট প্রার্থীরা