নাজিয়া রহমান, সাংবাদিক: বৃষ্টির রেস কাটতে না কাটতেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। তবে এবার বর্ষা একদিন আগেই ঢুকছে বলে পূর্বাভাস মৌসম ভবনের। ১জুনের বদলে ৩১ মে কেরলে প্রবেশ করতে পারে বর্ষা বলে মত আবহাওয়াবিদদের।
বৃষ্টির রেস কাটতে না কাটতেই ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এপ্রিল মাস জুড়ে বৃষ্টির দেখা দক্ষিণবঙ্গে প্রায় ছিল না বললেই চলে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৃষ্টিতে ভিজেছে বঙ্গবাসী। তবে বৃষ্টি কমতে না কমতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বৃহস্পতিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। স্বাভাবিকের থেকে একটু বেশি। আগামী কয়েকদিন ৩থেকে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে এবার বর্ষা একদিন আগেই ঢুকছে বলে পূর্বাভাস মৌসম ভবনের। ১জুনের বদলে ৩১ মে কেরলে প্রবেশ করতে পারে বর্ষা। বর্ষা প্রবেশের কয়েকদিন আগে থেকে শুরু হতে পারে প্রাক বর্ষার বৃষ্টি। প্রসঙ্গত, কেরলের মূল ভূখণ্ড দিয়েই বর্ষা প্রবেশ করে দেশে। এর আগে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও নিকোবরে ১৯ মে বর্ষা প্রবেশের ঘোষণা করেছিল আবহাওয়া দফতর। কেরলে বর্ষা প্রবেশের সপ্তাহ খানেকের মধ্যেই বর্ষা প্রবেশ করে বাংলায়। এবারও নিয়ম মেনেই বঙ্গে বর্ষা প্রবেশ করবে বলেই আশা আবহাওয়াবিদদের। বর্ষা প্রবেশের পর তাপমাত্রার পারদ কমবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। কিন্তু যতদিন না বর্ষা মা প্রবেশ করছে ততদিন অস্বস্তিকর আবহাওয়া বজায়,থাকবে বলে মত তাদের।
আরও পড়ুন : ভোটের আবহে গ্রেফতার মন্ত্রী