নিজস্ব প্রতিনিধি ,কলকাতা -ষষ্ঠ দফা ভোটের পর আশাবাদী পেরুয়া শিবির, অমিত শাহের বেঁধে দেওয়া কাঙ্খিত টার্গেটেই পৌঁছতে পারবে বিজেপি এমনটাই মনে করছে শীর্ষ নেতৃত্বের একাংশ, এরই মাঝে আরও একটু বেশি আত্মবিশ্বাস দেখালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলের শীর্ষ নেতা তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গোপন রিপোর্ট দিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন কাঁথি এবং তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি লক্ষাধিক ভোটে জিতবে, বিজেপি সূত্রে খবর রিপোর্টের শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন এবার বাংলায় সবচেয়ে বেশি আসন পাওয়া দল হবে ভারতীয় জনতা পার্টি।
অন্যদিকে ঝাড়গ্রাম এবং মেদিনীপুর কেন্দ্র নিয়ে আশাবাদী শুভেন্দু, সূত্র বলছে কাঁথি, তমলুক ছাড়া মেদিনীপুর এবং ঝাড় গ্রামে বিজেপির ভালো ফল হবে বলেই মনে করছেন বিরোধী দলনেতা। সপ্তম দফা ভোটের আগে মোদির সঙ্গে উত্তর কলকাতা থেকে রোড শোতে অংশ নেওয়ার সময়, অনেকটাই আত্মবিশ্বাসী দেখিয়েছে মেদিনীপুরের মেজদা শুভেন্দু অধিকারী কে। আর এক দফা ভোট হলেই সেই কাঙ্ক্ষিত ফলাফলের অপেক্ষা করছে সব রাজনৈতিক শিবির, এখন দেখার জুনের ৪ তারিখ কার দিকে পাল্লা ভারী হয়।
আরও পড়ুন : কবে জয়েন্টের ফলপ্রকাশ?