Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • পরমাণু হুমকিতে ভয় না ভারত। প্রত্যাঘাত হবে আমাদের শর্তে। পাকিস্তানের আসল রূপ বিশ্বকে দেখাব : নরেন্দ্র মোদী।
  • ২২ এপ্রিল ধর্ম জেনে হামলা করে জঙ্গিরা। পাকিস্তানের মুখোশ খুলে দেব। কীভাবে প্রত্য়াঘাত হবে সেনা ঠিক করবে : প্রধানমন্ত্রী।
  • দেশের ৭০টি রুটে বন্দে ভারত ট্রেন। দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে : প্রধানমন্ত্রী।
  • পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বোমা হামলার হুমকি। মেল মারফত হামলার হুমকি।
  • কাশ্মীরের কিস্তোয়ার এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই। খতম দুই জঙ্গি।
  • শেয়ার বাজার ধস। পতন সেনসেক্স-নিফটির।
  • পহেলগাম হামলার একমাস। অধরা মূল অভিযুক্তরা। তদন্ত চালাচ্ছে NIA। তিনজন সন্দেভাজন জঙ্গির স্কেচ প্রকাশ। 
  • গ্রিসে জোরালো ভূমিকম্প। জারি সুনামি সতর্কতা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.০।
  • ইজরায়েল দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন। ওয়াশিংটন ডিসিতে ইহুদি মিউজিয়ামের বাইরে গুলি।
  • বৃহস্পতিতেও রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে খামখেয়ালি আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা।
  • New Date 2025-5-22
  • New Time 08:19:02 AM
কাউন্সিলর

22
June 2024

হিংসার ঠোকাঠুকি – গোষ্ঠীদ্বন্দ্বে প্রকাশ

ঋক পুরকায়স্থ, প্রতিনিধি: শহর কলকাতার দিকে দিকে কাউন্সিলরদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার রাত নটায় কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মন্ডল নিজের পার্টি অফিসে যান। লোকসভা নির্বাচনে ওই ওয়ার্ডে খারাপ ফলাফল নিয়ে মূলত এই বৈঠক ছিল। তবে সেখানে কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির পর সেটি হাতাহাতিতে পরিণত হয়। মাথা ফাটে ও কান ফেটে রক্ত বেরোয় কাউন্সিলরের। তবে একশ দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মন্ডলের অভিযোগের তীর ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর দিকে। শনিবার এই দুই কাউন্সিলর এর বিরুদ্ধে শোকত নোটিশ পাঠায় তৃণমূল।

তবে এর কিছুক্ষণের মধ্যেই রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডে শুরু হয় রণক্ষেত্র পরিস্থিতি। একুশের নির্বাচনের পর এই ওয়ার্ডের নবনিযুক্ত কাউন্সিলর হন পিন্টু দেবনাথ এর আগে ছিলেন পাপিয়া হালদার। দুপুর ১২ টো একটা নাগাদ কয়েকজন দুষ্কৃতী লাঠি হাতে হামলা করে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথ এর পার্টি অফিসে। তবে যে খবরটা জানা যাচ্ছে তিনি গত দুদিন ধরে পার্টি অফিসে আসেননি তার পরিবারের একজনের সেরিব্রাল অ্যাটাক হওয়ায় তিনি হাসপাতালে ছিলেন। তার অবর্তমানে তার পার্টি অফিস হামলার নেপথ্যের কারণ ঠিক কি? তা এখনও অজানা। তবে অনেকের মতে এক নম্বর ওয়ার্ডের পার্টি অফিসটি, সরকারি জমিতে তৈরি হয়েছিল। আর তার থেকে বিবাদের সূত্রপাত। পুরো বিষয়টি খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানা। কিছুদিন আগেই সরকারি জমি দখল নিয়ে করা বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই পুলিশের তরফ থেকে সরকারি যে সমস্ত জমি জবরদখল করে বিভিন্ন নির্মাণ তৈরি হয়েছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মূলত সেই কারণেই কি কাউন্সিলারের অবর্তমানে তার পার্টি অফিসে হামলা? উঠছে রাজনৈতিক বিতর্ক।

আরও পড়ুন : NEET কেলেঙ্কারির প্রভাব কলকাতায়, বিক্ষোভে ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দল

INDIA- PAKISTAN WAR: নিউক্লিয়ার ব্ল্যাকমেলের পাল্টা অ্যাকশন রেডি। Pahalgam Attack। Nuclear Bomb

DA CASE NEWS : সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি | Supreme Court | West Bengal News

Bangladesh News : মৌলবাদের কোলে দুলছে ইউনুসও । Muhammad Yunus | Sheikh Hasina | Bd Politics