বিশ্ব জয় করার পাঁচ দিনের মাথায় অবশেষে দেশে ফেরার বিমান ধরলেন ভারতীয় ক্রিকেটাররা। বুধবার বিশেষ চার্টার্ড বিমানে বার্বাডোজ থেকে রওনা হয়েছে পুরো টিম। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ দিল্লি পৌঁছাবেন তাঁরা।
সঞ্জু সুর, নিজস্ব প্রতিনিধিঃ- শনিবার (ভারতীয় সময়) বার্বাডোজের কেনসিংটন ওভাল মাঠে দক্ষিণ আফ্রিকা কে হারিয়ে দ্বিতীয় বারের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয় করে ভারত। কিন্তু তারপর পরই সেখানকার (ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ) আবহাওয়া খারাপ হয়ে পড়ার কারণে দেশে ফেরার বিমান ধরতে পারেনি ভারতীয় দল। অবশেষে বুধবার(ভারতীয় সময়) ব্রিজ টাউনের এয়ারপোর্ট থেকে দেশের উদ্দেশ্যে রওনা হলেন রোহিত, বিরাট কোহলি রা। ইন্সটাগ্রামে ছবি পোষ্ট করে সেকথা জানালেন রোহিত, দুবে।
প্রথমে ঠিক ছিলো ভারতীয় দল বার্বাডোজ থেকে নিউ ইয়র্ক ও দুবাই হয়ে দেশে ফিরবেন। কিন্তু ঘূর্ণিঝড় ‘বেরিল’ এর কারণে এক প্রকার কার্ফু জারি করা হয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একাধিক এলাকায়। রবিবার (ওখানকার সময় অনুযায়ী) সন্ধ্যা থেকেই বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচল। ফলে টিম হোটেলেই আটকে পড়েন সূর্য কুমার যাদব, জসপ্রীত বুমরা সহ গোটা ভারতীয় দল। এমনকি আটকে পড়েন কমেন্ট্রি করতে যাওয়া প্রাক্তণ ক্রিকেটার রাও। সবাইকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের দ্বারস্থ হয় বিসিসিআই। ব্যবস্থা হয় চার্টার্ড ফ্লাইটের। তবে ফেরার প্ল্যান কিছুটা পরিবর্তন করা হয়। নিউ ইয়র্ক বা দুবাই না গিয়ে পুরো টিমকে সরাসরি ভারতে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মোতাবেক বুধবার বার্বাডোজ থেকে চার্টার্ড ফ্লাইটে রওনা দিয়েছে সাপোর্ট স্টাফ সহ পুরো টিম। বিমানে রয়েছেন কমেন্টেটর রাও। ইন্সটাগ্রামে বিমানের ছবি দিয়ে রোহিত শর্মা বা শিবম দুবেরা লিখেছেন কামিং হোম (Coming home)। বিসিসিআই সূত্রে খবর, বার্বাডোজ থেকে এই বিমান সোজা পৌঁছাবে দিল্লিতে। বৃহস্পতিবার ভোর ছয়টা নাগাদ বিমানটির দিল্লি পৌঁছানোর কথা। সেখানে (দিল্লি) বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো দলকে হুড খোলা বাসে করে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সময় পাওয়া নিয়ে।
আরও পড়ুন : আবেগপ্রবণ রোনাল্ডো- চোখে জল পর্তুগিজ তারকার