পাকিস্তান যে ঠিক কতটা নির্লজ্জ মিথ্যাবাদী তা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। সামরিক শক্তিতে ভারতের তুলনায় অনেক অনেক পিছিয়ে রয়েছে পাকিস্তান। জানেন কি পাকিস্তান ভারতের কোন মিসাইলকে কেন আটকাতে পারেনি?
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক: পাকিস্তান শুধু মুখেই হামবড়াই ভাব করে চলে কাজের বেলায় কিছুই না। ওই দেশটির কোন ক্ষমতাই নেই ভারতকে রোখার আর তাই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান।
ভারতের তরফে সেদিন পাকিস্তানের পাঠানো হয়েছিল সুপারসনিক ক্রুজ মিসাইল। যার গতি ঘন্টায় প্রায় ৩৬৭৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১১ হাজার কিলোমিটার। শব্দের থেকেও তিনগুণ বেশি গতিতে আক্রমণ করতে পারে এই মিসাইল। ৩ মিনিট ৪৪ সেকেন্ড ধরে পাকিস্তানে আকাশে উড়েছিল এই মিসাইল। সেদিন ভারত থেকে পাকিস্তানের মাটিতে আছড়ে পড়া পর্যন্ত পাকিস্তান এই মিসাইলের সম্পূর্ণ গতিবিধি পুরোটা দেখলেও তাদের কিছু করার ছিল না এই মুহূর্তে পাকিস্তানের কাছে আছে Hq9 এবং Hq16FE এই দুই এয়ার ডিফেন্স সিস্টেম যা মাটি থেকে মাটিতে যুদ্ধ জাহাজ লক্ষ্য করে আক্রমণ করতে পারে কিন্তু আকাশ থেকে আসা বস্তুকে রুখতে পারে না। রাশিয়া চীন মার্কিন যুক্তরাষ্ট্র এদের কাছেও এই মিসাইলকে আটকানোর মতো কোনো প্রযুক্তি নেই।
ভারতের কাছে আছে ইজরাইলি হেরোপ ড্রোন। এটা ইজরায়েলি এয়ারস্পেস ইন্ড্রাস্ট্রিসের MBT মিসাইল ডিভিশন বানায়। যা কমান্ড পোস্ট সরবরাহ ডিপো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মত শক্তিশালী জায়গায় আঘাত হানতে সক্ষম। এর গতি ২২৫ নট, অপারেটর থেকে ১০০ কিলোমিটার দূরে আঘাত করতে পারে। ২৩ কিলোমিটার অবধি বিস্ফোরক বহন করতে পারে।
এই মুহূর্তে ভারতের বিমান যুদ্ধবিমান সব কিছু থেকেই অনেক পিছিয়ে পাকিস্তান তাই ভারতকে ধরা তাদের কম্ম নয়।