Icon Icon Icon

সদ্যপ্রাপ্ত সংবাদ

  • কেন্দ্রের অনুমতি ছাড়া স্বেচ্ছাসেবী সংস্থাগুলি বিদেশ থেকে অর্থ সংগ্রহ করতে পারে না। বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন, ২০১০-এর আওতায় ছাড়পত্রের প্রয়োজন। কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে দেশবিরোধী সংগঠনের যোগ পাওয়া গেলে, ওই সংস্থার বিদেশ থেকে অনুদান সংগ্রহের ছাড়পত্র বাতিল হবে।
  • অসুস্থ বাম বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ভর্তি শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। আপাতত স্থিতিশীল বিমান বসু।
  • অ্যাকাউন্ট হ্যাক করে পড়ুয়াদের ট্যাবের টাকা হাতানোর অভিযোগ। মালদহ এবং উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার ৪।
  • অশান্ত মণিপুরে ফের হামলা। জখম ২। জিরিবাম জেলায় জারি কার্ফু। দগ্ধ বাড়ি থেকে উদ্ধার দেহ।  সিআরপিএফের গুলিতে ১১ কুকি জঙ্গির মৃত্যুর পর থেকেই কার্ফু জারি জিরিবামে। 
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তথা নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। মনোজ মিত্রের তৈরি নাট্যদলের নাম ‘ঋতায়ন’। তাঁর ঝুলিতে রয়েছে ‘অবসন্ন প্রজাপতি’, ‘নীলা’, ‘মৃত্যুর চোখে জল’, ‘সিংহদ্বার’, ‘ফেরা’-র মত বিখ্যাত নাটক। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবি হল ‘বাঞ্ছারামের বাগান’, ‘শত্রু’, ‘তিন মূর্তি’, ‘দামু’ প্রমুখ।
  • অসম উপনির্বাচনে সামাগুড়িতে ফের উত্তেজনা। বিজেপির মিছিলে গুলি। জখম ২ জন। গুলি লাগে বিজেপি বিধায়কের গাড়িতে। আক্রান্ত কংগ্রেসের প্রার্থী। অপহৃত নির্দল বিধায়ক। কংগ্রেসের দাবি, বিজেপি কর্মীরাই গুলি চালিয়েছিল। গুলিবিদ্ধ ইমাম উদ্দিনকে পুলিশ জোর করে গ্রেফতার করে মূল হামলাকারী সাজাচ্ছে।
  • দারুল উলুম দেওবন্দ প্রাঙ্গণে মহিলাদের প্রবেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার উত্তরপ্রদেশ সরকারের। মহিলাদের প্রবেশের ব্যাপারে থাকছে কিছু নিয়ম। সূর্যাস্তের পরে কেউ ক্যাম্পাসে থাকতে পারবেন না। মহিলাদের হিজাব পরে পরিবারের কোনও পুরুষ সদস্যের সঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে।
  • বাবা সিদ্দিকি খুনে গ্রেফতর মূল অভিযুক্ত শিবকুমার। খুনের ২৯ দিন পরে অভিযুক্তকে গ্রেফতার পুলিশের। শিবকুমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আনমোল বিশ্নোইয়ের। অভিযুক্তকে নেপালে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল।
  • ইউক্রেনের প্রেসিডেন্টের পরে এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন ডোনাল্ড ট্রাম্পের। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে ফোন।
  • ভোট পরবর্তী হিংসায় প্রথম জামিন। ৪ অভিযুক্তের জামিন মঞ্জুর শীর্ষ আদালতের। জামিনে মুক্তরা হলেন অপু মুখোপাধ্যায় ওরফে বাবুসোনা, আজহার শেখ, রাজেন্দ্র শর্মা এবং সুরেশ লালা। কৃষ্ণনগরে ভোট পরবর্তী হিংসা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছিল। তিন বছর জেলবন্দি থাকার পর জামিন পেলেন তাঁরা।
  • সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দেশের ৫১তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন সঞ্জীব খান্না। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মাত্র ৬ মাসের জন্য প্রধান বিচারপতির পদে বসছেন বিচারপতি সঞ্জীব খান্না। ২০২৫-এর ১৩ মার্চ তিনি অবসর গ্রহণ করবেন।
  • আরজি কর-কাণ্ডে বিচার প্রক্রিয়া শিয়ালদহ আদালতে। এই মামলায় মোট সাক্ষী ১২৮ জন। ১২৮ জনের মধ্যে জুনিয়র ডাক্তার, কলকাতা পুলিশ, ফরেন্সিক বিভাগের আধিকারিকেরাও রয়েছেন। মামলায় প্রথম সাক্ষী হিসাবে আদালতে বয়ান নির্যাতিতার বাবা-মা-এর।
  • শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। তালড্যাংরায় নির্বাচনী প্রচারে গিয়ে আদর্শ আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি তৃণমূলের।
  • প্রাণনাশের হুমকি মিঠুন চক্রবর্তীকে। শাহাজাজা ভাট্টি নামের এক গ্যাংস্টারের তরফে হুমকির অভিযোগ। ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে অভিনেতাকে। সম্প্রতি মিঠুনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। তার পরিপ্রেক্ষিতে এই হুমকি।
  • New Date  
  • New Time  

Andal-Mumbai Flight

চালু হল অন্ডাল-মুম্বই রুটের বিমান পরিষেবা

দুর্গাপুর: দিল্লি, হায়দ্রাবাদ পর অন্ডাল থেকে এবার মুম্বই রুটের বিমান মিলবে যাত্রীদের। বুধবার কেন্দ্রীয় সরকারের উড়ান পরিষেবার আওতায় শুরু হয়েছে...

আরও পড়ুন  More Arrow