Date : 2023-12-10

Breaking

কাশ্মীরে দুই সন্ত্রাসবাদীর মৃত্যু, ধৃত লস্কর

ওয়েব ডেস্ক : দুটি পৃথক ঘটনায় জম্মু-কাশ্মীরে দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। বাদগাম এবং পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গি নিহত হয়। এছাড়া, গান্ডেরবাল জেলায় এক লস্কর-ই-তোইবা জঙ্গি নিরাপত্তা বাহিনীর জালে ধরা পড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বাদগাম জেলার বেরহামপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর কর্ডন-অ্যান্ড-সার্চ অর্থাৎ এলাকা ঘিরে তল্লাশি অপারেশন চলছিল। আগাম খবর ছিল, ওই […]