হাওড়া: দশেরার রাতে অমৃতসরে মতো ভয়াবহ ট্রেন দুর্ঘটনার বিভীষিকা এখনো ভুলতে পারেনি গোটা দেশ। এবার সেই দুঃস্বপ্নের ঘটনার হাত থেকে অল্পের জন্য রেহাই পেল হাওড়ার দাশনগরে রেল স্টেশনে উপস্থিত প্রায় শতাধিক নিত্য যাত্রী। স্টেশন মাস্টারের ভুলে বড় বিপত্তি সড় বিপদের সম্মুখীন হতে পারত যাত্রীরা। খরগপুর-হাওড়া গ্যালপিং ট্রেন ভেবে মাঝের লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয় পাঁশকুড়া […]
দাশনগরে ফিরল অমৃতসর ট্রেন দুর্ঘটনার ভয়াবহ আতঙ্ক
