Date : 2021-05-17

Breaking

নিভল মশাল, আইএসএলের ফিরতি ডার্বিতে মোহনবাগানের ৩-১ জয়

প্রথম লেগে জয় এসেছিল ২-০ গোলে। গোল করেছিলেন রয় কৃষ্ণা ও মনভীর সিং। আইএসএলের ফিরতি ডার্বিতেও মসৃণ জয় তুলে নিল এটিকে মোহনবাগান। এবার জয় এল ৩-১ গোলে। প্রথমার্ধে রয় কৃষ্ণার গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর ৪১ মিনিটে তিরির আত্মঘাতী গোলে ম্যাচে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে তুল্যমূল্য লড়াই চলতে থাকে। দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে ডেভিড উইলিয়ামসের অনবদ্য […]