কোচবিহার: উত্তরবঙ্গে পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষনীয় করে তুলতে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিশেষত, অভয়ারণ্যগুলিই উত্তরবঙ্গ পর্যটনের মূল আকর্ষণ। তাই কোচবিহারের রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রে আট মাস পর আনা হল দুটি চিতাবাঘকে। বনদফতর সূত্রে জানানো হয়েছে, গতবছর জুন মাসে বেঙ্গলসাফারি পার্কে নিয়ে যাওয়া হয় কাজল ও শীতলকে। ফলে রসিকবিল পর্যটন কেন্দ্রের বাকি দুটি চিতাবাঘ সঙ্গীহীন […]
রসিকবিলে আনা হল কাজল ও শীতলকে
