Date : 2024-04-26

রসিকবিলে আনা হল কাজল ও শীতলকে

কোচবিহার: উত্তরবঙ্গে পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষনীয় করে তুলতে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিশেষত, অভয়ারণ্যগুলিই উত্তরবঙ্গ পর্যটনের মূল আকর্ষণ। তাই কোচবিহারের রসিকবিল প্রকৃতি পর্যটন কেন্দ্রে আট মাস পর আনা হল দুটি চিতাবাঘকে। বনদফতর সূত্রে জানানো হয়েছে, গতবছর জুন মাসে বেঙ্গলসাফারি পার্কে নিয়ে যাওয়া হয় কাজল ও শীতলকে। ফলে রসিকবিল পর্যটন কেন্দ্রের বাকি দুটি চিতাবাঘ সঙ্গীহীন হয়ে পরে।

তাই রিমঝিম ও গরিমা নামে ওই দুটি চিতাবাঘের জন্যই পুনরায় কাজল আর শীতলকে বেঙ্গলসাফারি পার্কের জঙ্গল থেকে কোচবিহারের রসিকবিলে নিয়ে আসা হল। বনদফতরের কর্মীরা আশাবাদী যে এর ফলে কাজল ও শীতলকে দেখতে যাওয়া মানুষ একবার কোচবিহারের রসিকবিলে আসবেন। সব মিলিয়ে কোচবিহারের রসিকবিলে এখন ৪ টি চিতাবাঘ রয়েছে। এর ফলে পর্যটকের সংখ্যা বাড়বে এমনটাই আশা করা হচ্ছে। কাজল ও শীতলকে পেয়ে রিমঝিম ও গরিমা আপাতত ফুর্তিতে আছে বলেই জানিয়েছে বনদফতর।