কলকাতা: শতায়ু লাভ করেছিলেন তিনি, কিন্তু মা সন্তানের সান্নিধ্যের কাছে সহস্র বছরও কম সময়। সন্তানদের রেখে অমৃতলোকে যাত্রা করলেন তিনি। গতবছর অষ্টমীতে বড়মার শতবর্ষের জন্মদিন পালিত হয়েছে। তার ঠিক পাঁচমাস পর ভক্তকে শোকের আঁধারে ডুবিয়ে চলে গেলেন মতুয়াদের প্রাণের বড়মা বীণাপাণি দেবী। মঙ্গলবার রাত ৮:৫২ মিনিটে কলকাতার এসএসকেএম হাসপাতালে জীবনাবসান হয় তাঁর। বুধবার এসএসকেএম থেকে […]
সন্তানদের রেখে চলে গেলেন বড়মা
