Date : 2023-11-29

Breaking

ছাত্রের হাত ফসকে ব্যাট লাগল ছাত্রীর মাথায়, ধুন্ধুমার স্কুলে

উত্তর দিনাজপুর: খেলতে গিয়ে ছাত্রের হাত থেকে ব্যাট ছিটকে গিয়ে মাথায় লেগে আহত হল ছাত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর মহকুমার নন্দঝাড় হাই স্কুলে। আহত ছাত্রীর অভিভাবকরা স্কুলে চড়াও হয়ে ব্যপক ভাঙচুর চালায়। শিক্ষকদের হেনস্থা করে। অভিভাবকদের মারে আহত হন এক শিক্ষক। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল টিফিনের সময় স্কুলের মাঠে ক্রিকেট খেলছিল একদল ছাত্র। […]