Date : 2022-08-11

Breaking

বিজেপির পথে শুভেন্দু, সম্ভবত ১৯ ডিসেম্বরই বিজেপিতে যোগদান

তৃণমূল ছেড়ে নিজেই দল গড়বেন? নাকি বিজেপিতে যাবেন ? বঙ্গেের ভোট পার্বণে শুভেন্দু-পর্বে এই প্রশ্নই সবকিছুকে ছাপিয়ে মাথা তুলেছে। সূত্রের খবর, আগামী শনিবারের মধ্যে ঘাসফুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ঘনিষ্ট মহল সূত্রের খবর, বুধ অথবা বৃহস্পতিবার দিল্লি যাবেন শুভেন্দু। উপলক্ষ হলদিয়া বন্দরের নাম পরিবর্তনের প্রস্তাব। ওই বন্দরের নাম স্বাধীনতা […]