Date : 2023-01-28

Breaking

জঙ্গি দমন করবে সূর্যবংশী

ওয়েব ডেস্ক: সিংঘম, সিংঘম রিটার্নস, সিম্বার পর ফের পরিচালক রোহিত শেঠির ধামাকার জন্য প্রস্তুত হতে চলেছে বলিউড। এবার বীর সূর্যবংশীর চরিত্রে অক্ষয়ের জালওয়ায় মাতবে দর্শকরা। ছবিতে পুলিশের উর্দিতে কালো সানগ্লাসে খিলাড়ি কুমারের ভক্তরা দেখবে কড়া পুলিশ অফিসারকে। জঙ্গি দমন যার “বাঁয়ে হাত কা খেল”। ছবির পোস্টারের ক্যাপশানে লেখা হয়েছে একটি গুলির পরিবর্তে আরও একটি গুলি। […]