ওয়েব ডেস্ক: বিরোধীদের ৫০ শতাংশ ভিভিপ্যাটের পর মঙ্গলবার একশো শতাংশ ভিভিপ্যাড গণনার আর্জিকে বিরক্তিকর আবেদন বলে খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতিরা। ইভিএমে কারচুপির আশঙ্কায় একশো শতাংশ ভিভিপ্যাড গণনার আর্জি জানান ‘টেকফরঅল’ নামক এক দল প্রযুক্তিবিদ। পাশাপাশি ইভিএম-এর প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি তারা তুলে ধরেন। তাই প্রত্যেকটি ইভিএম-র সঙ্গে ভিভিপ্যাটও গণনা করার দাবি জানান […]
১০০% ভিভিপ্যাট গণনার আর্জি খারিজ করে পুরোনো রায়ই বহাল রাখল শীর্ষ আদালত…
