Date : 2024-04-26

৫০ কেজি সোনা নিয়ে লেবুতলা পার্কে আসছেন “কনকদুর্গা”…

কলকাতা: পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশিদিন বাকি নেই। খুঁটি পুজো শেষ হতেই মন্ডপে মন্ডপে শুরু হয়ে গিয়েছে থিমের প্রতিযোগীতা। ৩-৪ মাস আগে থেকেই শহরের বড় বড় পুজো মণ্ডপগুলিতে কাজ শুরু হয়েছে জোর কদমে। উত্তর কলকাতার সাবেকি পুজোগুলির মধ্যে অন্যতম লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ার।

সোনার শাড়ি, রূপোর রথের পর এবার লেবুতলা পার্কে উমা আসছে সোনার মেয়ে হয়ে। সোনার অলঙ্কার বা শাড়ি নয়, লেবুতলা পার্কে এবার দুর্গামূর্তিটিই তৈরি হচ্ছে ৫০ কেজি সোনা দিয়ে।

আরও পড়ুন: এবারে পুজো বন্ধ মহম্মদ আলি পার্কে

আর সেই তাক লাগিয়ে দেওয়া প্রতিমা তৈরি করতে ক্লাবের আনুমানিক খরচ প্রায় ১৭ কোটি টাকা। লেবুতলা পার্কের পুজোর সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, এটি সন্তোষ মিত্র ষ্কোয়ারের ৮৪ তম দুর্গোৎসব।

এই পুজোর অন্যতম উদ্যোগতা প্রদীপ ঘোষের মত, এই বছর শহরে সেরা পুজো হতে চলেছে লেবুতলা পার্ক। শুধু শহরে বা রাজ্যে নয়, আগামী দিনে লেবুতলা পার্কের পুজোর খ্যাতি দেশ, বিদেশে ছড়িয়ে পড়বে।

আরও পড়ুন: চালু হল পুরোহিত ভাতা, ব্রাহ্মণদের হাতে চেক তুলে দিলেন মেয়র

২০১৭ সালে প্রায় ২০ কেজি সেনার শাড়ি পরানো হয়েছিল লেবুতলা পার্কের দুর্গাপ্রতিমাকে। সে বছর খরচ হয়েছিল ৬ কোটি টাকা। তারপরের বছর ২০১৮ -এ লেবুতলা পার্কের পুজোয় উমা এসেছিলেন রূপোর রথে চড়ে।

এবার তাদের থিম সোনার দুর্গা নিঃসন্দেহে পুজোর আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে উঠবে বলে মত উদ্যোগতাদের।এটাই বিশ্বের সবচেয়ে দামি দুর্গা হতে চলেছে এবারের পুজোয়, এমনকি উদ্বোধনের দিনও বিশেষ আকর্ষণ থাকবে লেবুতলা পার্কে জানালেন উদ্যোগতারা।

#newsrplus #biswasobiswas

ইতিহাসের নানান রহস্য রোমাঞ্চ নিয়ে তৈরি বিশেষ সেগমেন্ট "বিশ্বাস অবিশ্বাস" দেখুন আজ রাত ১০ টায় শুধুমাত্র "Rplus" এ।R Plus News,R Plus News,

Posted by RPLUS News on Saturday, July 13, 2019

প্রসঙ্গত, এবার লেবুতলা পার্কের মন্ডপ তৈরি হচ্ছে মায়াপুর ইসকন মন্দিরের প্রভুপাদের সমাধি মন্দিরের আদলে এবং গোটা মণ্ডপটা তৈরি করা হবে রঙিন কাঁচ দিয়ে।

#Newsrplus_Ranakhetra

রাজ্যসভায় সংখ্যাগরিষ্টতা পেতে মরিয়া বিজেপি। কর্ণাটক, বাংলা থেকে গোয়া। বিজেপির আগ্রাসনে দিশেহারা বিরোধীরা। দেখুন 'একেই বলে গনতন্ত্র' রণক্ষেত্র আজ রাত ৮ টায়।RPLUS News, Ranakhetra, All India Trinamool Congress, Bharatiya Janata Party (BJP), Indian Youth Congress, CPIM, Debate, Political talk, West Bengal, Kolkata,

Posted by RPLUS News on Sunday, July 14, 2019