ওয়েব ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে এবার টলিউডের নামি দামি তারকাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করল ইডি। প্রসেনজিতকে তলব করার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ইডির নজরে পড়লেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর কোন আর্থিক লেনদেন হয়েছে কিনা তা জানতেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠাল ইডি।
সূত্রের খবর, গৌতম কুণ্ডুর সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের যোগাযোগের বেশ কিছু তথ্য ইতিমধ্যে হাতে এসেছে ইডির।
রোজভ্যালির সঙ্গে তিনি চুক্তিবদ্ধ কিনা তা জানতেই তলব করা হয়েছে ঋতুপর্ণাকে এমনটাই মনে করছে সূত্র।
আরও পড়ুন: রোজভ্যালি কাণ্ডে এবার ইডির তলব প্রসেনজিত চট্টোপাধ্যায়কে…
এদিকে একই সমস্যায় পড়েছেন টলিউডের বুম্বাদা। রোজভ্যালির একাধিক অনুষ্ঠানে তাঁকেও দেখা গেছে তাই ইডি মঙ্গলবারই প্রসেনজিত চট্টোপাধ্যায়কে নোটিশ পাঠিয়ে ১৯ জুলাইয়ের মধ্যে দেখা করার নোটিশ দিয়েছে।
এদিকে আগামী সপ্তাহে হাজিরা দিতে হবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও। এদিকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে গেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: আর্টিকেল ১৫ ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল সুপ্রিম কোর্টে
তাই আর্থিক লেনদেনের বিষয় খতিয়ে দেখতেই সল্টলেকের সিজিও কম্পলেক্সে ইডির এই জরুরি তলব মনে করছেন সকলে। উল্লেখ্য, রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডুর সঙ্গে কথা বলে অভিনেত্রীর সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে।