ওয়েব ডেস্ক: বাড়ি থেকে বেরিয়ে যে রোজ সময়ে অফিসে পৌছাবেন তার উপায় নেই। কারণ বাড়ি থেকে সঠিক সময় বেরোলেও বাধ সাধে পরিবহন ব্যবস্থা। বিশেষত অটো।
মুম্বাইতে এই অটোর দৌরাত্বের কথা জানে না এমন মানুষ কমই পাওয়া যাবে। এবার থেকে এই সমস্যার সুরাহা হল তবে।
দ্য রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস The Regional Transport Office (RTO) থেকে সম্পতি নেওয়া হয়েছে একটি বড় সিদ্ধান্ত।
গত ছয় মাসে যাত্রীদের গন্তব্যস্থলে যেতে প্রত্যাখ্যান করার অপরাধে লাইসেন্স বাতিল করে দেওযা হয়েছে প্রায় ৯১৮টি অটোর। এই ঘটনাটির পর সেই অটো চালকেরা পাল্টা প্রতিবাদ জানালে তা বাতিল করে দেওয়া হয়। এই অটো তালকেরা ভারতের কোথাওই কোনোরকম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন না।
সারা মুম্বাই শহরে প্রায় ৬০ শতাংশ অটোকে যাত্রীদেরকে প্রত্যাখ্যান করতে দেখা গেছে দিনের পর দিন। তবে মুম্বাইয়ের অটো ইউনিয়নের প্রধান যদিও এই সমস্ত অটোচালকদের আরেকবার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছেন।