Date : 2024-04-16

ঘরে বসেই অ্যাপের মাধ্যমে মেট্রোর কার্ড রিচার্জ করা যাবে এবার…

ওয়েব ডেস্ক: এবার থেকে বাড়ি থেকেই রিচার্জ করা যাবে মেট্রোর কার্ড। ইতিমধ্যেই সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেম (ক্রিস) এর কাজ প্রায় শেষের দিকেই। তাদের তরফের অ্যাপ তৈরিও শেষ।

তবে এবার বাকি আইআরসিটিসি ও ক্রিসের মধ্যে একটি চুক্তি। যা শেষ হলেই পুরো প্রক্রিয়াটি কার্যকর করা শুরু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

কিন্তু কিভাবে করবেন সেই রিচার্জ?

তার জন্য প্রথমে ডাউনলোড করতে হবে একটি অ্যাপ। সেখানে আপনার স্মার্ট কার্ডের নম্বর এবং অন্যান্য তথ্য দিলেই ভরে যাবে টাকা। যে অঙ্কের টাকা দিয়ে আপনি আপনার স্মার্ট কার্ড রিচার্জ করতে চান, সেই অঙ্কটি ডেবিট কার্ড বা মোবাইল ওয়ালেট থেকে কেটে নেওয়া হবে।

একটা দিন নয়, প্রতিদিনই তেরঙ্গা পতাকা তৈরি হয় এখানে
দেশের ৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুগলের বিশেষ ডুডল

সেই অ্যাপের মাধ্যমে টাকা গিয়ে পৌঁছবে আইআরসিটিসিয়ের অ্যাকাউন্টে। সেখান থেকে টাকা পৌঁছবে মেট্রোর কাছে। এই প্রক্রিয়া খুব তাড়াতাড়িই শুরু হতে চলেছে। এই স্বাধীনতা দিবসেই এটি চালু করার ভাবনায় ছিল মেট্রো কর্তৃপক্ষ। তবে কিছু জটিলতার দরুণ তা সম্ভব হয়ে ওঠে না। তবে মাসখানেক মধ্যেই শুরু হতে চলেছে অ্যাপে মেট্রোর কার্ড রিচার্জের ব্যবস্থা।