Date : 2024-03-29

পাখীর ধাক্কায় বিকল বিমান, জরুরী অবতরন ভুট্টার ক্ষেতে

ওয়েব ডেস্ক : পাখীর ধাক্কায় বিমানের জরুরী অবতরন। প্রাণে বাঁচল ২৩৩ যাত্রী।বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মস্কোর ঝুকভস্কি আর্ন্তজাতিক বিমানবন্দরে।মাঝ আকাশে পাইলটের বুদ্ধিমত্তার জেরে প্রাণে বাঁচল বিমানের যাত্রীরা।জানা গেছে নির্ধারিত সময়েই বিমানবন্দর থেকে ছেড়ে আকাশে ওড়ে ইউরাল এয়ারলাইনসের এয়ারবাস ৩২১।ক্রিমিয়ার সিমপরোফুলে যাওয়ার কথা ছিল ওই বিমানটির।কিন্তু বিমানবন্দর থেকে ১ কিমি দুরত্ব পেরোতেই এক ঝাঁক পাখীর সম্মুখে পড়ে এয়ারবাসটি।

আরও পড়ুন :সার্জারির পর ৮ দিন গলায় আটকে নকল দাঁতকপাটি

মৃত্যুর ওপর জয়ের উৎসবে মেতে ওঠে স্পেনের এই ছোট্ট গ্রাম

পাখীদের ঝাঁকের সঙ্গে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে বিকল হয়ে যায় বিমানের ইঞ্জিন।এমন অবস্থাতে বাধ্য হয়ে ভুট্টার ক্ষেতে বিমান নামানোর সিদ্ধান্ত নেয় পাইলট।এই ঘটনায় বিমানের ২৬ জন জখম হলেও বাকিরা রয়েছেন অক্ষতই। তবে এইরকম ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও ২০০৯ সালে মার্কিন ফ্লাইটের হাডসন নদীতে অবতরনের ঘটনা ঘটেছিল।সেখানেও প্রাণে বেঁচেছিল সবাই।