Date : 2024-03-28

ওজন ১৪০ কেজি! আন্তর্জাতিক ক্রিকেটে “সবচেয়ে ভারী” খেলোয়ার এবার ভারতের বিরুদ্ধে….

ওয়েব ডেস্ক: খেলোয়ার মানেই চেহারা ফিটফাট। মেনটেইন্ড ডায়াট, নিয়মিত শরীরচর্চা ছাড়া থাকেন না তাঁরা। কিন্তু রীতিমতো ভারী চেহারা নিয়ে কাউকে চুটিয়ে ক্রিকেট খেলতে দেখেছেন? ওজন তাঁর ১৪০ কেজি। এমন চেহারা নিয়েই দিব্যি চালিয়ে যাচ্ছেন ক্রিকেট খেলা।

ব্যাটিং বলিং-এ ফাটাফাটি পারফর্মেন্স। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামছেন রাখিম কর্নওয়াল।

আরও পড়ুন : ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বিশ্রাম ধোনির

ওজনের সঙ্গে ভারসাম্য রেখে তাঁর উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। ভারী চেহারাকে জয় করেই দিব্যি ক্রিকেট খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়ার। উল্লেখ্য, টেস্ট সিরিজে ইতিমধ্যে ভারতের বিরুদ্ধে ১৩ জনের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।

সেই তালিকায় থাকছেন বছর ২৬-এর কর্নওয়াল। ২০১৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। লিওয়ার্ডস আইল্যান্ডস দলের হয়ে খেলেন তিনি।

আরও পড়ুন: কাশ্মীরে সেনাবাহিনীতে যোগ দিলেন ধোনি

প্রথম শ্রেণীর ৫৫টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৬০। লোয়ার অর্ডারে ভাল ব্যাটিংও করেন।

অ্যান্টিগায় জন্ম এই ক্রিকেটার চলতি মরশুমে দলের অধিনায়কত্ব পাচ্ছেন। গত মাসেই ভারতীয় দলের বিরুদ্ধে ভাল পারফর্মেন্স দেখাতে পেরেছেন এই ক্রিকেটার। দুটি হাফ সেঞ্চুরিও করেন তিনি। নিয়েছিলেন ৪ টি উইকেটও। এই মুহুর্তে তিনি বিশ্ব ক্রিকেটে সবচেয়ে ভারী খেলোয়ার।