Date : 2024-04-27

মিড ডে মিলে নুন-ভাত, মুহুর্তেই ঘটনাস্থলে সাংসদ লকেট চট্টোপাধ্যায়…

ওয়েব ডেস্ক: মিড ডে মিলে খাবারের মেনুতে নাকি নুন, ভাত। শুনতে অবাক লাগলেও, ঠিক এমনই একটি ঘটনায় নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। বাণীমন্দির বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটেছে।

এইদিন দুপুরে স্কুলের প্রায় কয়েকশ বাচ্চাদের মধ্যাহ্নভোজে এই খাবারই মিলল। ঘটনাটির খবর পেয়েই সেই স্কুলে হাজির হন স্থানীয় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শতাধিক স্কুল ছাত্রীর মাটিতে বসে নুন ভাত খাওয়ার ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আন্তর্জাতিক সায়েন্স অলিম্পিয়াডে বাজিমাত করে নাসায় যাচ্ছে নবম শ্রেণীর অভিনন্দা….

বিদ্যালয়ের বারান্দায় একটি ব্ল্যাকবোর্ডে সাদা চকে লেখা, দুপুরের মেনুতে আজ ফ্যানা ভাত ও নুন। এদিকে সরকারি খাতা বলছে অন্য কথা। ওই স্কুলে ৫০০০ টি ডিম কেনা হয়েছে ২৫০০০ টাকায়। কিন্তু সেই গিয়ে পৌঁছায় না ছাত্রীদের কাছে। তাহলে সেটা যায় কোথায়, এই প্রশ্নের সম্মুখিন এখন স্কুল কর্তৃপক্ষ। এবং শুধু ডিমই নয়, স্কুল থেকে বেপাত্তা প্রায় আড়াই শতাধিক চলের বস্তাও।

ব্যাস্ত স্টেশনে হঠাৎ উদ্যাম নাচতে লাগলেন এই তরুণী! কিন্তু কেন?….

সেটা কে বা কারা রাচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই। তবে এমন একটি ঘটনা শোনার পর থেকেই বেশ উত্তপ্ত হয়ে আছে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁঢ় সন্দেহের তীর বিপরীত দলের সদস্যদের দিকেই।