Date : 2024-04-27

বাঁধ ভেঙে ভেসে গেল মাঠ, সলিল সমাধি ৭ ফুটবলারের….

ওয়েব ডেস্ক: রোজের মতো খেলার মাঠে খেলা চলছিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই জলের তোড়ে ভেসে গেল মাঠ। নিমেশে তলিয়ে গেল সাতজন ফুটবলার। এই ভয়ানক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মরক্কোর দক্ষিণাঞ্চলে। সেই মুহুর্তে গ্রামের ওই মাঠে ম্যাচ চলছিল। নদী বাঁধ ভেঙে এই বিপত্তির সৃষ্টি হয়। উদ্ভুত পরিস্থিতিতে বেশ কয়েকজন সাঁতরে প্রাণ বাঁচালেও বেশ কয়েকজনের দেহ ভেসে যায়।

আরও পড়ুন : হরপা বানে ভেসে গেল উত্তরাখণ্ড ৩ গ্রাম, মৃত ১৭ জন

এদের মধ্যে থেকে ১৭ বছর বয়সী একজন ও বেশ কয়েকজন বয়স্ক মানুষের দেহ উদ্ধার করা হয়েছে। মরক্কোর দক্ষিণাঞ্চলে তারৌদান্ত অঞ্চলের তিজার্ত গ্রামের ওই মাঠে সেই সময় প্রচুর মানুষ ছিলেন। ঘটনার আগের মুহুর্তেও বুঝে উঠতে পারেনি কেউ। নদীর তীরবর্তী অঞ্চলে এভাবে বাঁধ ভেঙে পড়ায় পার্শ্ববর্তী গ্রামে জল ঢুকতে থাকে। জলের তোড়ে ভেসে যায় বেশকিছু বাড়ি-ঘর।

আরও পড়ুন : টাইফুনের থাবা, চিন জুড়ে জারি লাল সতর্কতা

অনুসন্ধানকারীর দল নিখোঁজ ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে বেশ কিছুদিন ধরেই বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। তবে বাঁধে কোনরকম ফাঁটল ছিল না। নদীর গতি হঠাৎ-ই বেড়ে যাওয়ায় এই বিপত্তির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।