ওয়েব ডেস্ক: ৬ দফা দাবিতে রাজ্য জুড়ে ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্টবেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন। সোমবার থেকে রাজ্যজুড়ে প্রায় ৫ লক্ষ ট্রাক বন্ধ, ফলে প্রায় তিনদিন ধরে রাজ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস আদানপ্রদান বন্ধ আছে। শুধু জাতীয় সড়কে নয়, বাংলাদেশের সীমান্ত এলাকাতেও দাঁড়িয়ে আছে ২ হাজারেরও বেশি ট্রাক।
সামনেই জন্মাষ্টমী। ঘরে ঘরে চলবে শ্রী কৃষ্ণের আরাধনা। এমনিতেই পুজোর কারণে ফল, ফুল, শাক-সব্জির দাম ক্রমশ চড়তে থাকে। এরই মধ্যে আবার গোদের উপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে তিনদিন ধরে চলা ট্রাক ধর্মঘট। জন্মাষ্টমীর বাজারে উধাও হয়েছে টাটকা সাদা ফুল। নিত্য সামগ্রীর দাম শুনে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ট্রাক বন্ধ থাকায় সব্জি থেকে মাছ সবকিছুই এখন অগ্নিমূল্য। নিত্য প্রয়োজনীয় খাবার জিনিস চাল, ডাল, আলু কিলো প্রতি বেড়েছে ২ টাকা করে। ফাঁকা হয়ে যাচ্ছে মাছের বাজার। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে বলতে পারছে না কেউই। এদিকে বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। ব্যবসায়ীদের মত, আর ২-১ দিন এই পরিস্থিতি চলতে থাকলে বাজারে মাছ-সব্জির দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে।
এক নজরে জেনে নিন আজকের বাজার দর:-
প্রতি কেজি সব্জি:-
বাসুমতি চাল- ১৫০ টাকা
সোনা মুগের ডাল- ১২০ থেকে ১৩০ টাকা
সঃ তেল- ১২০ টাকা
আলু- ১৪ টাকা
রসুন- ১৫ টাকা
আদা- ১৫০-২০০ টাকা
টম্যাটো- ৬০ টাকা
পটল- ৬০-৭০ টাকা
গাজর- ৮০ টাকা
বিনস- ১০০ টাকা
লঙ্কা – ১০০ টাকা
ঝিঙে- ৫০ টাকা
বেগুন- ৬০ টাকা
প্রতি কেজি মাছের দাম:-
ইলিশ(ছোট) – ৭০০-৮০০ টাকা
রুই – ৩০০ থেকে ৩৫০ টাকা
পাবদা- ৪০০ টাকা
পমফ্রেট- ৪০০ টাকা
ট্যাংরা- ৩০০ থেকে ৪০০ টাকা
ভেটকি- ৭০০ থেকে ৮০০ টাকা
চিংড়ি- ৭০০ থেকে ৯০০ টাকা
ট্রাক মালিকদের দাবি অবিলম্বে এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করুক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মাস প্রায় শেষ হতে চলেছে। বাজারে গিয়ে নাভিঃশ্বাস ওঠার জোগার আম আদমির। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় পাইকারি খুচরো বিক্রেতা সহ সাধারণ মানুষ।