Date : 2024-05-08

গাছ ভেঙে রাস্তায়, চলছে না গাড়ি, হাঁটু জলে বেহাল দশায় বেহালাবাসি…

ওয়েব ডেস্ক: যথারীতি বেহালার বেহাল দশা। গতকাল শুক্রবার রাতে রায়বাহাদুর রোডে একটি গাড়ির উপরে ভেঙে পড়ে বিশাল একটি গাছ। পথচারি থেকে স্থানীয় বাসিন্দা সবাই নাস্তানাবুদ।

বৃষ্টির প্রায় এক ঘণ্টার মধ্যেই বুড়োশিবতলা, সেনহাটি কলোনি, এস এন রায় রোড, সাহাপুর মেন রোড, জয়কৃষ্ণ পাল রোড, বারিকপাড়াসহ বিভিন্ন এলাকায় জল জমে যায়।

বৃষ্টির রাতের কলকাতায় বেপরোয়া জাগুয়ার পিষে দিল ২ ব্যক্তিকে…

পাশাপাশি, হরিদেবপুর, পর্ণশ্রী, রবীন্দ্রনগর, মায়াগাছি রোড-সহ বেহালা পশ্চিমেরও বিভিন্ন এলাকা ভাসতে শুরু করে। এছাড়াও স্ট্যান্ডে অটো চালাতে থাকলেও গন্তব্যে যেতে নারাজ তারা। সঙ্গে অবশ্যই আছে তাদের ইচ্ছে মত ভাড়া হাঁকানো। বেহালার প্রায় সর্বত্রই হাঁটু জল।

মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত শহর, বাজ পড়ে ভিক্টোরিয়ায় মৃত ১, আহত ১৭…

নাকানি চোবানি খাচ্ছে বেহালাবাসি। এদিকে ইঞ্জিনে জল ঢুকে যাওয়ার চিন্তায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বেহালার বাসিন্দাদের অভিযোগ, এলাকার যে খালগুলিতে জমা জল পড়ে, সেগুলি সংস্কারের অভাবে বুজে গেছে। ফলে সেগুলির জলধারণ ক্ষমতাও কমেছে। এছাড়াও কমেছে পুকুরের সংখ্যাও।