Date : 2024-04-26

পচা ডিম, জুতো নিয়ে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ লন্ডন নিবাসী পাকিস্তানিদের…

ওয়েব ডেস্ক: কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে পাকিস্তানের বিক্ষোভের আগুন নেভা তো দূরের কথা বরং দেশ ছেড়ে বিদেশের মাটিতেও ভারতকে আক্রমণ করতে ছাড়ছে না পাকিস্তান। মঙ্গলবার আজাদ কাশ্মীরের দাবীতে হঠাৎই পাকিস্তানিদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লণ্ডনের ভারতীয় দূতাবাস। ২০ দিনের মধ্যে সেখানে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছে লণ্ডন নিবাসী পাকিস্তানিরা। এদিন লণ্ডনের ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানিদের ছোঁড়া ইটে ভেঙে যায় দরজা।

আরও পড়ুন : বিশ্বে সেরা শহরের তালিকায় ৫৩ নাম্বারে দিল্লি

মঙ্গলবার সকালে হঠাৎই ব্রিটিশ পাকিস্তানি, খালিস্তানিরা মিলিত ভাবে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। প্রায় ১০০০জন পাকিস্তানি ও খালিস্তানি মিলিত ভাবে একটি মিছিল করে, যার নাম “কাশ্মীর ফ্রিডম মার্চ”। পাক অধিকৃত কাশ্মীরের পতাকা হাতে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভকারীদের মুখে স্লোগন ছিল, “উই ওয়ান্ট ফ্রিডম”। ওই বিক্ষোভকে আরও উষ্কে দেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

আরও পড়ুন : রাষ্ট্রসংঘের কাশ্মীর নিয়ে বৈঠকে চিন ছাড়া কাউকেই পাশে পেল না পাকিস্তান

এদিন বিক্ষোভ দেখানোর সময় পাকিস্তানিদের ছোঁড়া পচা ডিম, ইট, জুতোর আঘাতে ভেঙে যায় ভারতীয় দূতাবাসের দরজা। গত ১৫ অগস্ট ঠিক একই ভাবে বিক্ষোভে সামিল হয়েছিলেন ব্রিটিশ পাকিস্তানি এবং খালিস্তানিরা। বিভিন্ন প্রান্ত থেকে সেদিন ভারতের স্বাধীনতা দিবস পালনের জন্য লন্ডনের ভারতীয় দূতাবাসে জড়ো হয়েছিলেন অসংখ্য প্রবাসী ভারতীয়। তাঁদের উপরেই আচমকা চড়াও হয় বিক্ষোভকারীরা। দাবি সেই একই, ‘আজাদ কাশ্মীর চাই’। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় লন্ডন পুলিশ। ১৫ আগস্টের পর ফের একবার লন্ডনে বিক্ষোভের হল ভারতীয় দূতাবাসের সামনে।