Date : 2024-04-19

বচসার জেরে ভিড় ট্রেনে যাত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নিল অন্যযাত্রী!….

ওয়েব ডেস্ক: ট্রেনে অথবা মেট্রোতে উঠলেই চোখে পড়বে ভিড় ট্রেনে দরজার সামনে দাঁড়িয়ে থাকা। ফলে অন্যান্য যাত্রীদের ট্রেনে উঠতে অসুবিধা হয় আর এই নিয়ে বচসা লেগেই থাকে। সেইরকমই একটি ঘটনাকে কেন্দ্র করে বচসা বাঁধে দুই যাত্রীর মধ্যে। দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। তারপরেই ঘটে ভয়ানককাণ্ড। বচসার সময় রেগে গিয়ে এক যাত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেয় অন্য একযাত্রী। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দাদরা স্টেশনে। ৩৪ বছর বয়সী মহেশ পান্ডুরাং নামে এক যুবক মুম্বইয়ের দাদরা স্টেশন থেকে বন্ধুদের সঙ্গে ট্রেনে ওঠেন।

আরও পড়ুন : ট্রাক ড্রাইভারকে ১.৪১ লক্ষ টাকা জরিমানা দিল্লি ট্রাফিক পুলিশের

আরও পড়ুন : বর্জ্য প্লাস্টিক কাজে লাগিয়ে রাস্তা তৈরির পথে এবার দিল্লির নয়ডা ও বিহার

তিনি উঠেই দরজার সামনে দাঁড়িয়ে পড়েন। তাতেই উঠতে নামতে অসুবিধা হয় যাত্রীদের। ইতিমধ্যে ২৫ বছরের ইউসুখ শেখ ওই কামরায় ওঠেন কুরলা স্টেশন থেকে। কিছুক্ষণের মধ্যেই মহেশের সঙ্গে বচসায় জড়ান ইউসুফ। কথা কাটাকাটি ক্রমশ হাতাহাতিতে পরিনত হয়। মহেশের জামার কলার ধরে টানে ইউসুফ। জমার বেশ কয়েকটি বোতাম ছিঁড়ে যায়। এরপরেই রাগের চোটে মহেশের ডানহাতের তর্জনী কামড়ে ধরে ইউসুফ। কয়েক সেকেন্ডের মধ্যেই ডান হাতের আঙুলের অংশ ছিঁড়ে ইউসুফের মুখে চলে যায়। এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীদের মত, আঙুল ছিঁড়ে নিয়েও শান্ত হয়নি ইউসুফ, মহেশকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টাও করে সে। এরপরেই ট্রেনের যাত্রীরা আরপিএফ-এ খবর দেয় এবং ইউসুফকে আটক করে পুলিশ। আহত মহেশকে হাসপাতালে নিয়ে গিয়ে আঙুলে অস্ত্রপচার করা হয়।