Date : 2024-03-29

মাথায় ঢোকেনা কোন হেলমেট, আইনের জালে পড়ে রোজই জরিমানা গুনে যান!….

ওয়েব ডেস্ক: এমন কোন হেলমেটের দোকান নেই যারা চেষ্টা করেননি। পড়ে দেখেছেন সব কটা হেলমেট। কিন্তু মাথা দিয়ে ঢোকতে পাড়েননি একটাও। ঘেঁটে ফেলেছেন অনলাইন সাইট, মাথার মাপে হেলমেট পাননি কোথাও। এদিকে দেশে কড়া হয়েছে ট্রাফিক আইন। এমন অবস্থায় হেলমেট ছাড়া পথে বেরলেই যে কোন মুহুর্তে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এই চিন্তায় রাতের ঘুম কেড়েছে গুজরাতের ছোটা উদয়পুরের বদলি এলাকার বাসিন্দা জাকির মামুনের।

আরও পড়ুন : ৩০ বছর ধরে মাত্র ১ টাকায় ইডলি বিক্রি করা তামিলনাড়ুর মহিলাকে দেওয়া হল গ্যাস কানেকশন

আরও পড়ুন ; গরীবদের জন্য বিনামূল্যে ইডলি বিক্রি করেন তামিলনাড়ুর বছর ৭০এর এই মহিলা

কিন্তু করার কিছুই নেই। এমন অদ্ভুত সমস্যায় পড়ে একাধিকবার জড়িমানা গুনতে হয়েছে তাঁকে। ট্রাফিক পুলিশকে নিজের সমস্যার কথা বলেও কিছু লাভ হয়নি। বাইক চালানোর জন্য সমস্ত নথিপত্র থাকলেও হেলমেটের অভাবে আইনের রোষে পড়তে হয়েছে তাঁকে। এমন অদ্ভুত মাথার আকার দেখে অবাক হয়েছেন পুলিশ। এত বড় মাথা নিয়ে তার বাড়ির লোকও চিন্তিত। তবে জাকির জানিয়েছেন এই সমস্যার কথা তিনি থানায় জানিয়েছেন। অগত্যা তার সমস্যায় সারা দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এখন আর তাকে জরিমানা দিতে হবে না বলে স্থানীয় থানা থেকে জানানো হয়েছে। তবে জাকির মামুন জানিয়েছেন, তিনি আইন মেনেই বাইক চালাতে চান, কিন্তু তার মাথার মাপে হেলমেট নেই।