ওয়েব ডেস্ক: প্যান কার্ড ছাড়া খোলা যায় না ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর্থিক লেনদেন সংক্রান্ত যে কোন ক্ষেত্রেই প্যান কার্ড অত্যন্ত জরুরি। এবার সেই প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা আরও বেশি বাধ্যতামূলক হয়ে গেল। প্যান কার্ড থাকলেই এবার হবে না, তার সঙ্গে প্রয়োজন আধার কার্ডের, এবং অবশ্যই দুটোর লিঙ্ক করানোর প্রয়োজন। না হলে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। এমন কি লিঙ্ক না করা প্যান কার্ড বাতিল হয়েও যেতে পারে। আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা আগেই বাড়ানো হয়েছিল। কিন্তু এখনও আধার ও প্যান কার্ড লিঙ্ক করানো হয়নি এমন মানুষের সংখ্যা অনেক। শুধু আয়কর নয় বরং আরও বেশ কয়েকটি বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি। ভারতে প্রায় ৪২ লক্ষ মানুষের প্যান কার্ড রয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্যান ও আধার কার্ড লিঙ্ক করাতে হবে সেই সব প্যান কার্ড হোল্ডারদের। না হলে কি কি সমস্যার সম্মুখীন হবেন দেখে নিন এক নজরে….
১) প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করালে বাতিল হতে পারে আপনার প্যান কার্ড।
২) প্যান কার্ড বাতিল হলে যে যে লেনদেনে ক্ষেত্রে তা জরুরি সেই লেনদেন করা যাবে না।
৩)আধারের সঙ্গে প্যানকার্ড লিঙ্ক না করালে কোনও ব্যক্তির পক্ষে ব্যাঙ্কে এক দিনে ৫০ হাজার টাকা জমা করা করতে সমস্যায় পড়তে হবে।
৪) সমস্যায় পড়তে হতে পারে ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড আদান প্রদানের ক্ষেত্রে।
৫) আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে তীব্র সমস্যার সম্মুখীন হতে পারেন।