Date : 2024-04-24

গোলাপি ম্যাচে ভারতের ‘বিরাট’ শতরান!….

ওয়েব ডেস্ক:- ইন্দোরের ম্যাচ তিন দিনেই শেষ হয়েছে, ইডেনের ম্যাচের ভাগ্যে কি আছে তা নিয়ে প্রথম থেকেই জল্পনা রয়েছে ভারত বাংলাদেশ দুই শিবিরের সমর্থকদের মধ্যে। গোলাপি বলে খেলার চ্যালেঞ্জ, শিশির পড়লে ম্যাচে ঘুরে দাঁড়ানো সমস্যা রয়েছে এসব কথা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু গোলাপি বলে কি করে খেলতে হয় তা দেখিয়ে দিল ভারত। খেলার শুরুতে এমনিই ভারতের তিন পেসারের সামনে তালগোল পাকিয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং। মোট ১০৬ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। এর জবাবে ভারত ৯ উইকেটে ৩৩১ রান করেছে। ক্রিজে শতরান করে এখনও টিকে রয়েছেন বিরাট কোহলি।

গোলাপি বলে টেস্ট, ৫ উইকেট খুইয়ে ছন্দপতন বাংলাদেশের

টেস্টের প্রথম দিন ৩২ রান করতেই নজির গড়েন বিরাট। প্রথম ভারত অধিনায়ক হিসেবে পাঁচ হাজার রানের মালিক হয়ে যান তিনি। বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই কৃতিত্বের অধিকারী হন অধিনায়ক। যে তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ। তাঁর সংগ্রহ ৮৬৫৯ রান। শতরানের পর বিরাটের রান গিয়ে দাঁড়াল ৫০৬৮এ। এদিকে পিঙ্ক বলে ভারতীয়দের মধ্যে প্রথম শতরানের মালিক হয়ে গেলেন তিনি।

ইডেনে ‘পিঙ্ক ম্যানিয়া’ এবার ক্রিকেটারদেরও, গোলাপি বল নিয়ে ঘুমালেন রাহানে

ভারত ব্যাট করতে নেমে প্রথমেই ওপেনার ময়াঙ্ক আগ্রওয়ালকে ড্রেসিং রুমে পাঠায় বাংলাদেশ। রোহিত আবার জায়েদের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন বাউন্ডারি লাইনে। কিন্তু সহজ ক্যাচ ফস্কান আল আমিন। এতেই বাংলাদেশের শরীরী ভাষা অনেকখানি স্পষ্ট হয়ে যায়। ম্যাচ হারার আগেই যেন হেরে বসে রয়েছে তারা। ফিল্ডারদের মধ্যেও দেখা যায়নি তত্পরতা। রোহিত অবশ্য সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। তবে কীভাবে গোলাপি বল খেলতে হয়, তার একটা ছোট্ট ঝলক দিয়ে গেলেন বিরাট কোহলি। অনেকখানি এগিয়ে এসে খেলছেন বল।