Date : 2024-04-25

ফের মেট্রোয় মরণ ঝাঁপ, চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা….

কলকাতা:- যাত্রী নিরাপত্তা নিয়ে মেট্রো কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিলেও কিছুই লাভ হয়নি। ব্যস্ত সময়ে আত্মহত্যার ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলবার সকালে ময়দান মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করলেন এক মহিলা। অফিস টাইম হওয়ায় চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন নিত্যযাত্রীরা। এদিন সকাল ১০টা ৪০ মি নাগাদ ময়দান স্টেশনে ডাউন লাইনে ঝাঁপ দেন এক মহিলা। তবে আত্মহত্যা করা মহিলার পরিচয় জানা যায়নি। ঘটনার জেরে ব্যস্ত সময়ে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চালু করা যাবে না মেট্রো।

ইডেনে ধাঁচেই একলাফে দামে সেঞ্চুরি করল বাজারের এই ‘গোলাপি বল’

ঘটনার জেরে মহানায়ক উত্তমকুমার থেকে চাঁদনি চক পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। ঘন্টাখানেক পর দেহ উদ্ধার করে স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের কর্মব্যস্ত দিনে এমন ঘটনায় নাজেহাল যাত্রীরা।

গোলাপি আশ্রমের জমি বিবাদে ৮ সদস্যের জামিন মঞ্জুর হাইকোর্টে

কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েও সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেনি কেউই। আত্মহত্যার ঘটনায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতও কিভাবে এই ঘটনা ঘটল সেই নিয়েই এখন প্রশ্ন উঠছে।