Date : 2024-03-29

১৫ হাজার টাকার বিনিময়ে সদ্যজাত কন্যাসন্তানকে বিক্রির চেষ্টা মায়ের…..

দক্ষিণ ২৪ পরগণা:- শিশু কন্যার প্রতি অন্যায়ের ঘটনা ক্রমশ বাড়ছে রাজ্যে। অন্তত সেই রকম কিছু খবর উঠে আসতে শুরু করেছে বেশকিছুদিন ধরে। কখনও স্কুল ইউনিফর্মের জন্য ছাত্রীদের বিবস্ত্র করে রাখা, কখনও বা ছেলে বদলে কন্যা সন্তান দেওয়ার মিথ্যা অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে করে নিজের কন্যা সন্তানকে নিতে অস্বীকার করার ঘটনা সামনে আসতে শুরু করেছে। এবার কুড়ি দিনের শিশু কন্যাকে বিক্রি করার অভিযোগ উঠলো এক মায়ের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বারুইপুরে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাটির তদন্ত করতে শুরু হয়েছে। অভিযুক্ত শিশুটির মাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

দেশের অর্থনীতিতে ঐতিহাসিক সিদ্ধান্ত, ৫ টি সংস্থার শেয়ার বিক্রি করবে সরকার

সূত্রের খবর, বারুইপুরের মাধবপুর এলাকার বাসিন্দা তাপস নস্কর নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেন। ২০ দিনের এক শিশু কন্যাকে পুজা সর্দার নামে এক মহিলা ১৫ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ।

অভিযুক্ত পুজা সর্দার সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিস সূত্রে খবর, উজ্জ্বল বাছার নামে এক ব্যক্তি মারফত ১৫ হাজার টাকার বিনিময়ে নিজের কুড়ি দিনের শিশু কন্যাকে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন পুজা সর্দার। শিশুটিকে কিনতে চেয়েছিল এলাকারই এক বাসিন্দা।

পুত্র সন্তান রূপে শুধু কার্তিক নয়, লক্ষ্মীও আসুক কন্যা হয়ে, নতুন পথ দেখালো বর্ধমান

কি কারণে কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন পুজা? শুধুই কি অর্থাভাব নাকি অন্য কোন বিষয় রয়েছে এর পিছনে? কন্যা সন্তান হওয়ায় কি এই সিদ্ধান্ত? উঠছে হাজারও প্রশ্ন।