Date : 2024-04-20

মহারাষ্ট্রে আস্থা ভোট কাল

ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল বুধবার আস্থাভোটে হতে চলেছে মহারাষ্ট্র বিধানসভায়।সেইমতো মুম্বইয়ের বিধান ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।তিনিই সংখ্যাগরিষ্ঠ বিজেপি দলের নেতা।কিন্তু বিধানসভায় ফ্লোরে তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।সেই কারণেই সুপ্রিম কোর্টের আস্থা ভোটের নির্দেশ।এর মধ্যেই মহারাষ্ট্রে রাজনীতিতে পুরনো পেশোয়া রাজনীতির খেলা শুরু হয়ে গেছে।ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার দলে ছিলাম-আছি-থাকব বলে দেবেন্দ্র ফড়নবিশকে সমর্থন জানিয়েছেন।মঙ্গলবার সকালেও তিনি ফড়ন বিশের সঙ্গে দেখা করে বলেছেন, চিন্তার কোন কারণ নেই। তবে এর মধ্যেই হঠাংই ছন্দপতন। উপমুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন অন্য দিকে, শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে শিবসেনা, কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিধানসভার ফ্লোরে একজোটে অনাস্থা দেওয়ার জন্য কোমর বেঁধেছেন।শরদ পাওয়ারেরপরিবারে ফাটল ধরিয়ে বিজেপি পেশোয়াদের কিং মেকার নানা ফড়নবিশের কায়দায় একটা বড় চাল চেলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেরই ধারণা।এখন হোটেলে হোটেলে চলছে রাজনীতির দরদাম কষা।মহারাষ্ট্র বিজেপির পক্ষ থেকে রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল বলেছেন, তারাঁ সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

আরও পড়ুন: রেকর্ড ভোট হংকংয়ে

আরও পড়ুন : টিকিটে মাত্র ৪৯ পয়সা বেশি দিলেই পাবেন ১০ লক্ষ টাকার বিমা

অন্যাদিকে এনসিপি শিবসেনা কংগ্রেস আগামীকাল বিধান ভবনের ফ্লোরেই বিজেপির ছক বানচাল করবে বলে হুংকার দিচ্ছে।শিবসেনার পক্ষ থেকে বলা হয়েছে সত্যের জয় অবশ্যম্ভাবী।কংগ্রেস তাদের বিধায়ক দলের নেতা নির্বাচন করেছে প্রদেশ সভাপতি বালাসাহেব বাসুদেব থোরাটকে।কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে শরদ পাওয়ারের সঙ্গে ঘনিষ্ট যোগাযোগাযোগ রাখছেন মল্লিকার্জুন খাড়গে।ঠিক যেন সুপার হেভিওয়েট বক্সিং টুর্নামেন্ট শুরু হওয়ার আগে টান টান পরিবেশ।সুপ্রিম কোর্টের নির্দেশে খুশি এনসিপি নেতা শরদ পাওয়ার।বলেছেন, সংবিধান দিবসে ভারতরত্ন ডঃ বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে মহামান্য শীর্ষ আদালত এই রায় দেওয়ায় আমার ভালো লাগছে।